আধার না থাকলে এই সুবিধাগুলি আর পাবেন না

আধার থাকা বাঞ্ছনীয় দেশের সব মানুষের কাছে। আধার না থাকলে অচিরেই আপনি বেশকিছু সমস্যায় পড়তে চলেছেন। বেশকিছু সুযোগ-সুবিধা এখন থেকে আধার না থাকলে, আপনি আর পাবেন না।

Updated By: Mar 1, 2017, 01:43 PM IST
আধার না থাকলে এই সুবিধাগুলি আর পাবেন না

ওয়েব ডেস্ক : আধার থাকা বাঞ্ছনীয় দেশের সব মানুষের কাছে। আধার না থাকলে অচিরেই আপনি বেশকিছু সমস্যায় পড়তে চলেছেন। বেশকিছু সুযোগ-সুবিধা এখন থেকে আধার না থাকলে, আপনি আর পাবেন না।

আধার না থাকলে এখন থেকে পাওয়া যাবে না বেশকিছু ভর্তুকি। পাওয়া যাবে না কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপও। জয়েন্ট এন্ট্রাস পরীক্ষাতেও আবশ্যিক করা হয়েছে আধার। আধার লাগবে দিল্লি ইউনিভার্সিটির পরীক্ষাতেও।

আপনার আধার নম্বর না থাকলে PF-এর টাকা তোলার ক্ষেত্রেও আপনি সমস্যার সম্মুখীন হবে। বন্ধ হয়ে যাবে রেশন ভর্তুকি। চিকিত্সা পরিষেবাতেও বেশকিছু ক্ষেত্রে আধার বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষ করে AIIMS-এ রেজিস্ট্রেশন করাতে গেলে আধার বাধ্যতামূলক।

আরও পড়ুন, 'তিলক' ও 'টিপ' নাকি মার্কিন মুলুকে হিন্দুদের রক্ষা করবে!

.