বাজে ব্যবহারের জন্য কলেজ থেকে সাসপেন্ড করা হয় উদিত পুত্র আদিত্যকে?
ওয়েব ডেস্ক : লাগেজের জন্য অতিরিক্ত অর্থ চাওয়ায় বিমান কর্মীকে হুমকি দিয়ে বিতর্কে জড়িয়েছেন উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণ। যা নিয়ে সংবাদমাধ্যমে তুমুল জল্পনা শুরু হয়েছে। তবে এই নাকি প্রথম নয়, এর আগেও উদিত নারায়ণের ছেলে বিতর্কে জড়িয়েছেন। খারাপ ব্যবহারের জন্য একবার তাঁকে কলেজ থেকেও বের করে দেওয়া হয়।
শ্রুতি ভোজালা নামে আদিত্য নারায়ণের এক বন্ধু টুইটারে দাবি করেন, কলেজের নিরাপত্তা রক্ষীর সঙ্গে খারাপ ব্যবহারের জন্য আদিত্যকে এক সপ্তাহের জন্য সাসপেন্ড করা হয়েছিল। পুরনো অভ্যেস এখনও আদিত্য নারায়ণকে এখনও ছাড়েনি বলেও তোপ দাগেন তিনি। যদিও এ বিষয়ে পাল্টা কোনও মন্তব্য করেননি আদিত্য নারায়ণ।
I remember him being suspended from college for a week because of misbehavior with security guards.
Old habits die hard.#AdityaNarayan— Shruti Vojhala (@shrutivojhala) October 2, 2017
সম্প্রতি রাইপুর থেকে মুম্বই ফেরার সময় বেসরকারি একটি বিমান সংস্থার কর্মীকে হুমকি দেন আদিত্য নারায়ণ। বিমান সংস্থার ওই মহিলা কর্মীকে দেখে নেওয়া হবে বলে হুমকি দেন আদিত্য নারায়ণ। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।