পদ্মসম্মান পাচ্ছেন আডবাণী, অমিতাভ, রামদেব, রজনি?
অটল বিহারী বাজপেয়ীকে ভারতরত্নের জন্য মনোনীত করার পর এবার পদ্মবিভূষণের জন্য লালকৃষ্ণ আডবাণীর নাম প্রস্তাব করল বিজেপি। জি মিডিয়ার রিপোর্ট অনুযায়ী অমিতাভ বচ্চন, বাবা রামদেব, রজনিকান্ত ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদলের নামও এই বছর পদ্ম সম্মানের জন্য প্রস্তাব করা হয়েছে।
ওয়েব ডেস্ক: অটল বিহারী বাজপেয়ীকে ভারতরত্নের জন্য মনোনীত করার পর এবার পদ্মবিভূষণের জন্য লালকৃষ্ণ আডবাণীর নাম প্রস্তাব করল বিজেপি। জি মিডিয়ার রিপোর্ট অনুযায়ী অমিতাভ বচ্চন, বাবা রামদেব, রজনিকান্ত ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদলের নামও এই বছর পদ্ম সম্মানের জন্য প্রস্তাব করা হয়েছে।
এছাড়াও পদ্ম সম্মান পেতে পারেন বর্ষীয়ান অভিনেতা দীলিপ কুমার, সঞ্জল লীলা বণশালি, সেলিম খান ও অ্যাড ফিল্মমেকার প্রসুন জোশি। তালিকায় রয়েছেন বেদিক স্কলার অধ্যাপক ডেভিড ফ্রলেও। বিশেষ পদ্মভূষণের জন্য সাইনা নেহওয়ালের নাম প্রস্তাব করা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিজেপি মুখপাত্র জিভিএল নরসিংহ রাও জানান, পদ্মসম্মানের জন্য যাদের নাম মনোনীত করা হয়েছে তারা খুবই সম্মানীয় ব্যক্তি। আনুষ্ঠানিক ঘোষণার জন্য আমরা অপেক্ষা করছি।
প্রতিবছর ২৫ জানুয়ারি ঘোষণা করা হয় পদ্মসম্মান প্রাপকদের নাম।