বয়োজ্যোষ্ঠ উপরাষ্ট্রপতিতেই ভরসা রাখছে সংসদ

উপ-রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এখন দেশজুড়ে তত্‍পরতা তুঙ্গে। যুযুধান দুই সত্তরোর্ধ্ব হেভিওয়েট প্রার্থী- ইউপিএ-র হামিদ আনসারি এবং এনডিএ-র জসবন্ত সিং। পরিসংখ্যান বলছে, স্বাধীনতার পর থেকে ভারতের উপ-রাষ্ট্রপতিদের গড় বয়স ক্রমশই বাড়ছে! সংসদের উভয়কক্ষের সদস্যদের ভোটে নির্বাচিত হচ্ছেন বয়োজ্যোষ্ঠ প্রার্থীরাই।

Updated By: Jul 17, 2012, 10:55 AM IST

উপ-রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এখন দেশজুড়ে তত্‍পরতা তুঙ্গে। যুযুধান দুই সত্তরোর্ধ্ব হেভিওয়েট প্রার্থী- ইউপিএ-র হামিদ আনসারি এবং এনডিএ-র জসবন্ত সিং। পরিসংখ্যান বলছে, স্বাধীনতার পর থেকে ভারতের উপ-রাষ্ট্রপতিদের গড় বয়স ক্রমশই বাড়ছে! সংসদের উভয়কক্ষের সদস্যদের ভোটে নির্বাচিত হচ্ছেন বয়োজ্যোষ্ঠ প্রার্থীরাই।
রাজনীতিতে যুব সম্প্রদায়ের অংশগ্রহণ কীভাবে আরও বাড়ানো যায় তা নিয়ে দেশজুড়ে চলছে আলোচনা। যদিও, প্রায় সমস্ত রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে অধিকাংশই প্রবীণ নাগরিক। তার প্রতিফলন ঘটছে উপ-রাষ্ট্রপতি নির্বাচনেও। সংসদের উভয়কক্ষের সদস্যদের ভোটে নির্বাচিত হচ্ছেন বয়োজ্যোষ্ঠ প্রার্থীরাই।
১৯৫২ থেকে ১৯৭৯ পর্যন্ত প্রথম ৭টি উপ-রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী প্রার্থীদের গড় বয়স ছিল ৬৮.৫৭ বছর। ১৯৮৪ থেকে ২০০৭ পর্যন্ত পরের ৬ টি উপ-রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী প্রার্থীদের গড় বয়স বেড়ে দাঁড়ায় ৭২.৩৩।

২০০২-এ উপ-রাষ্ট্রপতি নির্বাচনে কংগ্রেস সমর্থিত প্রার্থী ৬১ বছরের সুশীল কুমার শিণ্ডেকে হারিয়ে দেন ৭৯ বছরের এনডিএ প্রার্থী ভৈঁরো সিং শেখাওয়াত।  ২০০৭-এ ৬৭ বছরের নাজমা হেপতুল্লাহকে হারিয়ে উপ-রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হন ৭০ বছরের হামিদ আনসারি। 
২০১২-র উপ-রাষ্ট্রপতি নির্বাচনে ফের লড়াইয়ের ময়দানে ৭৫ বছরের হামিদ আনসারি। তাঁর প্রতিদ্বন্দ্বী ৭৪ বছরের জসবন্ত সিং। এখনও পর্যন্ত যা সমীকরণ, তাতে দার্জিলিংয়ের বিজেপি সাংসদের থেকে বেশ কিছুটা এগিয়ে রয়েছেন ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের রেকর্ড ছোঁয়ার দৌড়ে নামা হামিদ আনসারি। ফলে, এই ল়ড়াইয়ে তিনি জিতলে এই নিয়ে পরপর ৩ বার উপ-রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হবেন বয়োজ্যোষ্ঠ প্রার্থী।

.