Agnipath Scheme Protest: 'অগ্নিপথ' বিক্ষোভে ইস্ট-সেন্ট্রাল রেলে ক্ষতি ৮০ কোটির

বাতিল করা হয়েছে ১৬৪ টি ট্রেন। ৭৪টি রেলের যাত্রা পথ ছোট করা হয়েছে। ১২ টি ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে। ৫০ থেকে ৬০টি ট্রেনের কোচ ভাঙা হয়েছে। এক একটি কোচ বানাতে খরচ পড়ে ১.৬ কোটি টাকা। ফলে প্রায় ৭০ থেকে ৮০ কোটি ক্ষতির অনুমান করা হচ্ছে। 

Updated By: Jun 17, 2022, 07:06 PM IST
Agnipath Scheme Protest: 'অগ্নিপথ' বিক্ষোভে ইস্ট-সেন্ট্রাল রেলে ক্ষতি ৮০ কোটির

নিজস্ব প্রতিবেদন: 'অগ্নিপথ প্রকল্প' বিতর্কে (Agnipath Scheme Protest) রণক্ষেত্র দেশের ৯টি রাজ্য। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে ইস্ট-সেন্ট্রাল বা পূর্ব-মধ্য রেলওয়ে। আনুমানিক ৭০ থেকে ৮০ কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। 

জানা গিয়েছে, একদল আন্দোলনকারীর ধ্বংসলীলার ফলে কার্যত শ্মশানে পরিণত হয়েছে একাধিক স্টেশন। বাতিল করা হয়েছে ১৬৪ টি ট্রেন। ৭৪টি রেলের যাত্রা পথ ছোট করা হয়েছে। ১২ টি ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে। ৫০ থেকে ৬০টি ট্রেনের কোচ ভাঙা হয়েছে। এক একটি কোচ বানাতে খরচ পড়ে ১.৬ কোটি টাকা। ফলে প্রায় ৭০ থেকে ৮০ কোটি ক্ষতির অনুমান করা হচ্ছে। এরপর রয়েছে স্টেশন এবং লাইনে ক্ষতির পরিমাণ। যদিও ইস্ট-সেন্ট্রাল রেলওয়ের সমস্ত স্টেশন থেকে অবরোধ উঠে গিয়েছে বলেই সূত্রের খবর। 

ইস্ট-সেন্ট্রাল রেলওয়েতে বাতিল ট্রেনের তালিকা:

  • আসানসোল-গোরক্ষপুর এক্সপ্রেস
  • মালদহ টাউন-পাটনা এক্সপ্রেস
  • মালদহ টাউন-দিল্লি ফারাক্কা এক্সপ্রেস
  • হাওড়া-অমৃতসর মেল
  • হাওড়া-প্রয়াগরাজ রামবাগ বিভূতি এক্সপ্রেস
  • হাওড়া-রাজেন্দ্রনগর (টি) এক্সপ্রেস

'অগ্নিপথ' আন্দোলনের সবচেয়ে বেশি আঁচ পড়েছে বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড ও রাজস্থানে। প্রভাব পড়েছে বাংলা, দিল্লি, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, পঞ্জাব ও হিমাচলেও। মথুরায় সাধারণ মানুষের উপর পাথরবাজির অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে গুলি চালাতে বাধ্য হয় পুলিস। দানাপুর স্টেশনে দানাপুর-ফারাক্কা এক্সপ্রেস, সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস-সহ অন্যান্য ট্রেনে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সেখানেই একদল বিক্ষোভকারী ২৫টি চার চাকার গাড়ি এবং ৬০টি বাইকে ভাঙচুর চালিয়েছে। পাটনার ডিএম জানিয়েছেন,  প্রায় ১৫০০ জন আন্দোলনকারী এই ধ্বংসলীলা চালিয়েছে। সিসি ক্যামেরা দেখে আন্দোলনকারীদের চিহ্নিত করা হয়েছে। যাঁদের মধ্যে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।  

অভিযোগ, সেকেন্দ্রাবাদ স্টেশনেও সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে। চার, পাঁচটি ট্রেনের ইঞ্জিনে আগুন লাগানো হয়েছে, ২-৩টে কোচেও অগ্নিসংযোগ করা হয়েছে। ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার একে গুপ্ত জানিয়েছেন, আন্দোলনের কারণে সাময়িক ভাবে ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।   

শুধু রেলস্টেশনে হামলা বা রাস্তায় অবরোধ-বিক্ষোভ নয়, বিহারে উপমুখ্যমন্ত্রীর বাড়িতেও হামলা চালানোর অভিযোগ উঠেছে আন্দোলনকারীদের বিরুদ্ধে। বিহারের বেতিয়ায় উপমুখ্যমন্ত্রী রেণু দেবীর বাড়িতে হামলা চালানো হয় বলেও অভিযোগ। এছাড়া মাধেপুরে বিজেপি পার্টি ফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। 

আরও পড়ুন: Agnipath Scheme: 'অগ্নিপথ' টুইট অমিত শাহের, যুবসমাজের কথা ভেবে বাড়ল উর্ধ্বসীমা দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

আরও পড়ুন: Agnipath scheme: 'অগ্নিপথ' প্রকল্প নিয়ে দেশজুড়ে বিক্ষোভ, বয়সের ঊর্ধ্বসীমা বদলাল কেন্দ্র

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.