তেলেঙ্গানায় জগনমোহন রেড্ডির কনভয়ে পাথর তেলেঙ্গানা সমর্থকদের

ওয়াইএসআর কংগ্রেস নেতা জগনমোহন রেড্ডির কনভয় লক্ষ্য করে ফের পাথর ছুঁড়ে বিক্ষোভ দেখাল একদল তেলেঙ্গানা সমর্থক।

Updated By: Jan 10, 2012, 05:22 PM IST

ওয়াইএসআর কংগ্রেস নেতা জগনমোহন রেড্ডির কনভয় লক্ষ্য করে ফের পাথর ছুঁড়ে বিক্ষোভ দেখাল একদল তেলেঙ্গানা সমর্থক। সোমবার সকালে কৃষকদের জন্য অনশন করতে হায়দরাবাদ থেকে নিজামাবাদ যাচ্ছিলেন জগনমোহন। পথে তাঁর কনভয়কে লক্ষ্য করে পাথর ছোঁড়ে একদল ব্যক্তি। শুধু পাথর ছোঁড়াই নয়, পৃথক তেলেঙ্গানা ইস্যুতে রাস্তার ধারে বিক্ষোভও দেখাতে থাকে তারা। জগনমোহনের সমর্থক ও প্রচুর পুলিসবাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপরই জগনমোহনের রুট পরিবর্তন করে দেওয়ার সিদ্ধান্ত নেয় তাঁর নিরাপত্তারক্ষীরা। ওয়াইএসআর কংগ্রেস সূত্রে খবর, তেলেঙ্গানা অঞ্চলের কৃষকদের বিভিন্ন সমস্যার প্রতিবাদে দু-দিনের অনশন কর্মসূচিতে যোগ দিতে নিজামাবাদের আরমুর যাচ্ছিলেন জগনমোহন। তেলেঙ্গানায় জগনমোহন রেড্ডির উপর হামলা ও বিক্ষোভের আশঙ্কা ছিলই। এর আগে ২০১০-এও তেলেঙ্গানা অঞ্চলে জগনমোহনের কনভয়ে পাথর ছুঁড়ে বিক্ষোভ দেখিয়েছিল একদল তেলেঙ্গানা সমর্থক। তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি বা টিআরএস ও তেলেঙ্গানার অন্যান্য রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই জানিয়েছিল, তেলেঙ্গানার বিষয়ে তাঁর অবস্থান স্পষ্ট না করলে তেলেঙ্গানায় কোনও বিক্ষোভ অবস্থান করতে দেওয়া হবে না জগনমোহনকে। জগনমোহনের বিষয়ে টিআরএস আগের থেকে কিছুটা সুর নরম করলেও কংগ্রেসের তেলেঙ্গানাপন্থী নেতারা কিন্তু জগনমোহনের বিষয়ে কড়া মনোভাব দেখিয়েছে। কংগ্রেসের তেলেঙ্গানাপন্থী নেতাদের বক্তব্য, জগনমোহন পৃথক তেলেঙ্গানার বিরোধী। তিনি কোনও দিনও তেলেঙ্গানার পক্ষে একটি কথাও বলেননি। তেলেঙ্গানাপন্থী সব কংগ্রেস নেতাদেরই উচিত তেলেঙ্গানা অঞ্চলে জগনমোহনের সফরের বিরোধিতা করা।

.