রায়গঞ্জেই হবে এইমস ধাঁচের হাসপাতাল, ঘোষণা সোনিয়ার

কল্যাণী না, রায়গঞ্জেই তৈরি হবে এইমসের ধাঁচে হাসপাতাল। গতকাল মহারাষ্ট্রের থানেতে একথা ঘোষণা করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। আর তাঁর এই ঘোষণার জেরে স্পষ্টতই খারিজ হয়ে গেল রাজ্য সরকারের প্রস্তাব।

Updated By: Feb 7, 2013, 09:58 AM IST

কল্যাণী না, রায়গঞ্জেই তৈরি হবে এইমসের ধাঁচে হাসপাতাল। গতকাল মহারাষ্ট্রের থানেতে একথা ঘোষণা করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। আর তাঁর এই ঘোষণার জেরে স্পষ্টতই খারিজ হয়ে গেল রাজ্য সরকারের প্রস্তাব।
কল্যাণীতে অত্যাধুনিক হাসপাতালটি তৈরির উদ্যোগ নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যদিও, গোড়া থেকেই রায়গঞ্জেই এইমসের ধাঁচে হাসপাতাল তৈরির পক্ষে সওয়াল করে এসেছেন কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রী দীপা দাশমুন্সি। হাসপাতালের জন্য জমি অধিগ্রহণ করার দাবি জানিয়ে ইতিমধ্যে মহাকরণ অভিযানও করেছে প্রদেশ কংগ্রেস। এবার কার্যত দীপা দাশমুন্সির দাবিতেই সিলমোহর দিলেন কংগ্রেস সভানেত্রী।
একই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, এইমসের ধাঁচে রায়বেরিলিতেও একটি হাসপাতাল হবে।

.