পাইলট কোভিড পজিটিভ! মাঝআকাশ থেকে ফেরানো হল মস্কো গামী বিমানকে

বিমানটি অবতরণের পরই সব ককপিট ও কেবিন ক্রু-র কোভিড পরীক্ষা করা হয়। মস্কোর উদ্দেশ্য অন্য একটি বিমান উড়ে গিয়েছে

Updated By: May 30, 2020, 06:03 PM IST
পাইলট কোভিড পজিটিভ! মাঝআকাশ থেকে ফেরানো হল মস্কো গামী বিমানকে

নিজস্ব প্রতিবেদন: দিল্লি থেকে মস্কো যাওয়ার পথে মাঝআকাশ থেকে ফিরে এল এয়ার ইন্ডিয়ার বিমান। কারণ বিমানটি ওড়ার ঘণ্টাখানেক পর গ্রাউন্ড টিম জানতে পারেন বিমানের এক পাইলট করোনা পজিটিভ। সঙ্গে সঙ্গে বিমানটিকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়। কীভাবে একজন  কোভিড পজিটিভ পাইল বিমানে উঠলেন তা নিয়ে তদন্ত করে দেখবে ডিজিসিএ।

আরও পড়ুন-কেরল থেকে বাংলা ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনা; বালাসোরে দুর্ঘটনাগ্রস্থ শ্রমিকদের বাস, আহত বহু

এদিকে, সংংবাদ মাধ্যমের ওই খবরের একেবারে বিপরীত বিদেশ মন্ত্রকের বিবৃতি। মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, মস্কো থেকে ১৩৪ যাত্রীকে জয়পুরে আনার কথা ছিল এয়ার ইন্ডিয়ার ওই বিমানের। কিন্তু দিল্লি থেকে ওড়ার ২-৩ ঘণ্টা পর সেটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। তারপরেই সেটি ফেরত আসে।

অন্যদিকে, এয়ার ইন্ডিয়ার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, আজ সকালে দিল্লি থেকে মস্কোগামী একটি বিমানকে ফিরিয়ে আনা হয়েছে। কারণ সেটি ওড়ার পর দেখা যায় বিমানের এক ককপিট ক্রু কোভিড আক্রান্ত। ওড়ার আগেই তার করোনা পরীক্ষা করা হয়েছিল।

আরও পড়ুন-করোনায় গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমণ দেশে, মৃত ২৫৬

ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, বিমানটি অবতরণের পরই সব ককপিট ও কেবিন ক্রু-র কোভিড পরীক্ষা করা হয়। মস্কোর উদ্দেশ্য অন্য একটি বিমান উড়ে গিয়েছে।

.