ফ্লাইট ইঞ্জিনিয়রকে মারধর করে ককপিটে গা ঢাকা দিলেন এয়ার ইন্ডিয়ার পাইলট

চেন্নাই থেকে প্যারিসগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বিশৃঙ্খলা। AI 143 বিমানের পাইলট ফ্লাইট ইঞ্জিনিয়কে বেধরক মারধর করে বলে অভিযোগ। নাগে গভীর আঘাত লেগছে ওই ইঞ্জিনিয়রের।

Updated By: Jan 17, 2015, 12:09 PM IST
ফ্লাইট ইঞ্জিনিয়রকে মারধর করে ককপিটে গা ঢাকা দিলেন এয়ার ইন্ডিয়ার পাইলট

চেন্নাই: চেন্নাই থেকে প্যারিসগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বিশৃঙ্খলা। AI 143 বিমানের পাইলট ফ্লাইট ইঞ্জিনিয়কে বেধরক মারধর করে বলে অভিযোগ। নাগে গভীর আঘাত লেগছে ওই ইঞ্জিনিয়রের।

শনিবার সকালে এই ঘটনা ঘটে চেন্নাই বিমানবন্দরে। যার জেরে বিমানটি ২ ঘণ্টা বিলম্বে রওনা হয়।

শুধু তাই নয় ককপিটের ভিতরেযখন মারধর চলছে, তখন ভিতর থেকে দরজা বন্ধ ছিল। নিজেকে ককপিটেই বন্দি করে রাখেন পাইলট।

পাইলটকে উদ্ধার করে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

 

.