Tata to built Aircraft: ভারতীয় সেনার জন্য এবার বিমান তৈরি করবে টাটা

এয়ারবাসের তরফে তাদের ওয়েবসাইটে বলা হয়েছে C 295 এর মতো বিমান তৈরির জন্য তাদের কাছে অর্ডার এসেছিল ২৮৫টি। তার মধ্যে ইতিমধ্য়েই ২০৩টি বিমান তারা সরবারহ করা হয়ে গিয়েছে

Updated By: Oct 27, 2022, 08:15 PM IST
Tata to built Aircraft: ভারতীয় সেনার জন্য এবার বিমান তৈরি করবে টাটা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মেড ইন ইন্ডিয়ার কথা বারবারই বলে থাকেন প্রধানমন্ত্রী। কিন্তু দেশের সেনা বিমান তৈরিতে বেসরকারি সংস্থার জন্য দরজা খুলে দিল কেন্দ্র। এবার ভারতেই তৈরি হবে C 295 এয়ারক্রাফট। এর জন্য গুজরাটে কারখানা তৈরি করেছে এয়ারবাস ও টাটা। খরচ হবে ২২,০০০ কোটি টাকা। উল্লেখ্য, হালকা ও মাঝারি মাপের বিমান হল এয়ারবাসের C 295।

আরও পড়ুন-কর ফাঁকি দিয়ে দেশে রমরমিয়ে চলছে গেমিং অ্যাপ! কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতীয় অর্থনীতি?

যে কোনও মিশনে ব্যবহার করা যেতে পারে এই বিমান। এর জন্য দুনিয়াজুড়ে এই বিমানের চাহিদা প্রবল। যে কোনও আবহাওয়ায় সমান কার্যকর এয়ারবাসের এই বিমান। মরুভূমির চরম গরম বা বরফঢাকা পাহাড়ি এলাকায় অপারেশনের ক্ষেত্রে জুড়ি মেলা ভার এই বিমানের। প্রবল গরম যে কোনও উচ্চতায় এই বিমান বিপুল ওজন বয়ে নিয়ে যেতে সক্ষম। জ্বালানি খরচ এই ধরনের অন্যান্য বিমানের থেকে কমপক্ষে ৪ শতাংশ কম।

এয়ারবাসের তরফে তাদের ওয়েবসাইটে বলা হয়েছে C 295 এর মতো বিমান তৈরির জন্য তাদের কাছে অর্ডার এসেছিল ২৮৫টি। তার মধ্যে ইতিমধ্য়েই ২০৩টি বিমান তারা সরবারহ করা হয়ে গিয়েছে। তাদের মধ্যে ২০১টি বিমান দক্ষতার সঙ্গে কাজ করছে। 

কেন এই বিমান বিভিন্ন দেশের সেনার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে? প্রধান কারণ হল এর ক্ষমতা ও যে কোনও পরিস্থিতিতে অপারেশন চালানোর ক্ষমতা। ঘাঁটি থেকে অপারেশনস্থলে সেনা ও অস্ত্র খুব সহজেই বয়ে নিয়ে যেতে পারে এই বিমান। ছোট বিমানঘাঁটি থেকেও অনায়াসে উড়তে পারে এই বিমান। যে কোনও উদ্ধারের কাজেও ব্যবহার করা যায় বিমানটি। সার্চ অপারেশন, উদ্ধারকাজেও সমান দক্ষ এই বিমান।   

  
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.