আকাঙ্ক্ষা খুনের কিনারা কি আজই?
আকাঙ্ক্ষা হত্যার অন্যতম অভিযুক্ত উদয়ন কী সত্যিই তাঁর বাবা-মাকে খুন করে উঠোনে পুঁতে রেখেছে? সত্যতা যাচাই করতে আজই উদয়নকে নিয়ে রায়পুরের বাড়িতে যাচ্ছে ভোপাল পুলিসের একটি দল। বাঁকুড়া থানার তদন্তকারী অফিসাররাও সঙ্গে যাচ্ছেন। কারণ উদয়নকে পুরোপুরি বিশ্বাস করতে পারছেন না তদন্তকারীরা।
ওয়েব ডেস্ক : আকাঙ্ক্ষা হত্যার অন্যতম অভিযুক্ত উদয়ন কী সত্যিই তাঁর বাবা-মাকে খুন করে উঠোনে পুঁতে রেখেছে? সত্যতা যাচাই করতে আজই উদয়নকে নিয়ে রায়পুরের বাড়িতে যাচ্ছে ভোপাল পুলিসের একটি দল। বাঁকুড়া থানার তদন্তকারী অফিসাররাও সঙ্গে যাচ্ছেন। কারণ উদয়নকে পুরোপুরি বিশ্বাস করতে পারছেন না তদন্তকারীরা।
আরও পড়ুন : কেনও আকাঙ্ক্ষার আগে বাবা-মাকে খুন? প্রশ্ন উঠছে উদয়ন দাসের মানসিক স্থিতি নিয়ে
পুলিসের সন্দেহ, উদয়ন মানসিক বিকারগ্রস্ত। তাই তার দেওয়া তথ্য খতিয়ে দেখা হচ্ছে। আকাঙ্ক্ষার পর ভোপালের এক তরুণীর সঙ্গে সম্পর্ক তৈরি হয় উদয়নের। সেই তরুণীও পুলিসকে জানিয়েছেন, উদয়নের বাবা-মাকে তিনি কখনও দেখেননি। উদয়নের সঙ্গে আর কোনও তরুণীর পরিচয় হয়েছে কি না, আর কাউকে সে খুন করেছে কি না, তাও জানার চেষ্টা চলছে। ট্রানজিট রিমান্ডে থাকলেও উদয়নকে এখনই এরাজ্যে আনা হচ্ছে না।