ওয়েব ডেস্ক: এতদিনের লড়াই অবশেষে শেষ হল। উত্তরপ্রদেশের রাজনীতির দোর্দন্ডপ্রতাপ রাজনীতিবিদ মুলায়ম সিং হেরেই গেলেন তাঁর ছেলের কাছে। তাই সমাজবাদী পার্টির প্রধানের হাত থেকে ফস্কে গেল সাইকেল। নির্বাচন কমিশন জানিয়ে দিল, সমাজবাদী পার্টির প্রতীক সাইকেল পাচ্ছেন মুলায়ম নন, অখিলেশ যাদবই। শুধু তাই নয়, সমাজবাদী পার্টি নাম ব্যবহার করতে পারবেন অখিলেশ। তাঁকে সমাজবাদী পার্টির সভাপতি বলেও স্বীকৃতি দিয়েছে কমিশন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন বরফ শীতল কাশ্মীরেও সংঘর্ষের বিরাম নেই


উত্তরপ্রদেশের রাজনীতিতে বাবা-ছেলের এই লড়াইয়ের দিকে নজর ছিল বা রয়েছে, দেশের সব রাজনীতিবিদদেরই। তাই সাইকেল প্রতীক অখিলেশ পেয়েছেন, এই খবর শোনামাত্র অখিলেশ যাদবকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মমতা টুইটে লিখেছেন, সমাজবাদী পার্টির প্রতীক পাওয়ার জন্য অখিলেশ যাদবকে অভিনন্দন। এটা আপনারই প্রাপ্য।


আরও পড়ুন  তুষার সাজে সেজেছে ভূস্বর্গ, তুষারে ঢেকে গিয়েছে গোটা উপত্যকা