শিব দর্শনে অমরনাথ যাত্রা শুরু করলেন ৬৪ পূণ্যার্থী
সোমবার অমরনাথের পথে যাত্রা শুরু করল ৬৪ জন পূন্যার্থী। পুরাণ মতে সোমাবারেই নাকি জন্ম গ্রহণ করেছিলেন ঈশ্বর শিব। তাই শিবের জন্মবারে শিব দর্শনের যাত্রা শুরু করতে পেরে খুশি ৬৪ জনের ওই পূণ্যার্থী দল। কড়া নিরাপত্তার সঙ্গে দক্ষিণ কাশ্মীরের পার্বত্য অঞ্চলের দিকে যাত্রা শুরু করেছে ওই দল।
জম্মু: সোমবার অমরনাথের পথে যাত্রা শুরু করল ৬৪ জন পূন্যার্থী। পুরাণ মতে সোমাবারেই নাকি জন্ম গ্রহণ করেছিলেন ঈশ্বর শিব। তাই শিবের জন্মবারে শিব দর্শনের যাত্রা শুরু করতে পেরে খুশি ৬৪ জনের ওই পূণ্যার্থী দল। কড়া নিরাপত্তার সঙ্গে দক্ষিণ কাশ্মীরের পার্বত্য অঞ্চলের দিকে যাত্রা শুরু করেছে ওই দল।
৬৪ জনের ওই দলে রয়েছে ২৭ জন পুরুষ এবং ৩৬ জন মহিলা। তাদের সঙ্গে রয়েছে একটি শিশুও। জম্মুতে ভগবতী নগরের বেস ক্যাম্প থেকে সোমবার ভোর ৫টা নাগাদ যাত্রা শুরু করেছে ওই দল। পুলিসের তরফ থেকে রয়েছে কড়া নিরাপত্তা। সোমবার বিকেলের মধ্যেই ওই দল পৌঁছে যাবে পাহালগাম ও বালতাল বেস ক্যাম্পে।
রবিবার পর্যন্ত এবছর মোট ৩ লক্ষ ৫০ হাজার ৩৭২ জন পূণ্যার্থী অমরনাথে শিব দর্শন করেছেন।