জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নির্বাচনী বন্ড! বিজেপি সরকারের এই ব্যবস্থার পিছনে বড়সড় দুর্নীতির ইঙ্গিত রয়েছে বলে অভিমত নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের। তাই সুপ্রিম কোর্টে নির্বাচনী বন্ডের বাতিল হওয়ার নির্দেশকে স্বাগত জানালেন তিনি। তাঁর কথায়, 'নির্বাচনী বন্ড আসলে কেলেঙ্কারি ছিল এবং আমি আনন্দিত তা বন্ধ করা গিয়েছে। আশা করি এরপর নির্বাচনী আবহে মানুষের একে অপরের প্রতি সমর্থনে আরও স্বচ্ছতা আসবে।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Fresh violence in Manipur: উত্তপ্ত ইম্ফলে আক্রান্ত অতিরিক্ত পুলিস সুপার, সেনা নামল রাস্তায়


লোকসভা নির্বাচনে আগে মোদী সরকারের শীর্ষ আদালতের ধাক্কা। নির্বাচনের প্রাক্কালে নির্বাচনী বন্ডের বৈধতা নিয়ে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় সরকারের চালু করা এই নির্বাচনী বন্ডকে সম্প্রতি অসাংবিধানিক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। আদালত বলেছে, সরকারের রাজনৈতিক অনুদান কোথা থেকে আসছে তা জানার অধিকার রয়েছে ভোটারদের। সুপ্রিম কোর্টে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে নির্বাচন কমিশনের সঙ্গে বন্ডের মাধ্যমে অনুদানকারীর তালিকা ভাগ করার নির্দেশ দিয়েছে। 


গত ১৫ ফেব্রুয়ারি নির্বাচনী বন্ড মামলার শুনানিতে গোটা বিষয়টিকে ‘অসাংবিধানিক এবং বাতিল’ বলে ঘোষণা করে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। স্বচ্ছতার লক্ষ্যে পদক্ষেপ নেওয়ার দায়িত্ব দেওয়া হয় এসবিআই ও নির্বাচন কমিশনকে। অর্মত্য সেন আরও বলেন, 'ভারতের নির্বাচনী ব্যবস্থা দেশের রাজনীতিকে প্রভাবিত করছে। এর ফলে সাধারণ মানুষ নিজেদের মতাধিকার ঠিকভাবে পেশ করতে পারছেন না। আমরা সুষ্ঠু ও অবাধ নির্বাচন চাই যেখানে নাগরিকদের বাক স্বাধীনতা রয়েছে।'



আরও পড়ুন, Gujarat Port: গুজরাট বন্দরের কাছে বড় অভিযান, নৌবাহিনির হাতে আটক ৩৩০০ কেজি মেথ-চরস


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)