Gujarat Port: গুজরাট বন্দরের কাছে বড় অভিযান, নৌবাহিনির হাতে আটক ৩৩০০ কেজি মেথ-চরস
মঙ্গলবার নৌবাহিনী একটি ছোট জাহাজকে আটক করে ৩০৮৯ কেজির বেশি চরস, ১৫৮ কেজি মেথামফেটামিন এবং ২৫ কেজি মরফিন উদ্ধার করে। জাহাজের পাঁচজন ক্রু, সবাই পাকিস্তানি নাগরিক। তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একটি যৌথ অভিযানে, ভারতীয় নৌবাহিনী এবং নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) মঙ্গলবার গুজরাটের পোরবন্দরের কাছে একটি জাহাজ থেকে প্রায় ৩,৩০০ কেজি মাদক আটক করেছে। এটি সাম্প্রতিক অতীতে সবথেকে বড় মাদক বিরোধী অভিযান বলে মনে করা হচ্ছে। নৌবাহিনী এই খবর জানিয়েছে।
মঙ্গলবার নৌবাহিনী একটি ছোট জাহাজকে আটক করে ৩০৮৯ কেজির বেশি চরস, ১৫৮ কেজি মেথামফেটামিন এবং ২৫ কেজি মরফিন উদ্ধার করে। জাহাজের পাঁচজন ক্রু, সবাই পাকিস্তানি নাগরিক। তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে।
#IndianNavy in a coordinated ops with Narcotics Control Bureau, apprehended a suspicious dhow carrying almost 3300Kgs contraband (3089 Kgs Charas, 158 Kgs Methamphetamine 25 Kgs Morphine).
The largest seizure of narcotics, in quantity in recent times.@narcoticsbureau pic.twitter.com/RPvzI1fdLW— SpokespersonNavy (@indiannavy) February 28, 2024
আরও পড়ুন: Tattoo: অবিশ্বাস্য কাণ্ড প্রেমিকের! ঠোঁটের ভিতরে প্রেমিকার নামে ট্যটু করিয়ে ভাইরাল যুবক...
ভারতীয় নৌ বাহিনী তাঁদের বিবৃতিতে জানিয়েছে, ‘একটি পালতোলা নৌকা থেকে মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা, যা পরিমাণের দিক থেকে এখনও পর্যন্ত সবথেকে বড়, এনসিবি-র সঙ্গে ভারতীয় নৌবাহিনীর মিশন-নিয়োজিত সম্পদের সহযোগিতামূলক প্রচেষ্টার মাধ্যমে সম্ভব হয়েছিল। আটক করা নৌকা এবং ক্রুসহ মাদকদ্রব্য হস্তান্তর করা হয়েছে একটি ভারতীয় বন্দরে আইন প্রয়োগকারী সংস্থার কাছে’।
ভারতীয় নৌবাহিনী বলেছে যে একটি সন্দেহজনক পালতোলা নৌকাকে পোরবন্দরের কাছে একটি নজরদারি বিমান দেখতে পায়। এরপরেই মনে করা হয় যে এটি মাদক চোরাচালানে জড়িত। জাহাজটিকে আটকানোর জন্য বাহিনীর একটি জাহাজকে সেই দিকে ঘুরিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন: Rajya Sabha Election 2024: অভিষেক মনু সিংহভির হারের পর এবার অনাস্থা বিজেপির, হিমাচলে সংকটে কংগ্রেস!
নৌবাহিনী জানিয়েছে, ‘নজরদারি মিশনে P8I LRMR বিমানের ইনপুটের উপর ভিত্তি করে, মিশনে নিয়োজিত জাহাজটিকে নিষিদ্ধ চোরাচালানে জড়িত সন্দেহজনক নৌকাটিকে আটকানোর জন্য ঘুরিয়ে দেওয়া হয়েছিল’।
পুনে এবং নয়াদিল্লি জুড়ে দু’দিনের অভিযানে ২৫০০ কোটি মূল্যের ১১০০ কিলোগ্রাম মেফেড্রোন উদ্ধার করা হয়। এর বাজারের নাম 'মিউ মিউ'। এই ঘটনার এক সপ্তাহ পরে এই বিশাল মাদকদ্রব্যের ধরা পড়ার ঘটনা ঘটে।
পুনেতে ৭০০ কেজি মেফেড্রোন এবং দিল্লিতে আরও ৪০০ কেজি নিষিদ্ধ ওষুধ পাওয়া গিয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)