পদ্মে `মোদীত্ব` সম্পূর্ণ, সভাপতি নির্বাচিত হলেন মোদীর 'ডানহাত' শাহ

আগামীকাল সাধারণ বাজেট। তার আগে আজ সংসদে পেশ হতে চলেছে আর্থিক সমীক্ষা। তৃণমূলের মহিলা সাংসদদের শ্লীলতাহানি প্রসঙ্গে আজও উত্তাল হতে পারে লোকসভা। এরইমধ্যে বিজেপি সভাপতি পদে নাম ঘোষণা করা হল মোদীঘনিষ্ঠ অমিত শাহের।

Updated By: Jul 9, 2014, 01:05 PM IST

আগামীকাল সাধারণ বাজেট। তার আগে আজ সংসদে পেশ হতে চলেছে আর্থিক সমীক্ষা। তৃণমূলের মহিলা সাংসদদের শ্লীলতাহানি প্রসঙ্গে আজও উত্তাল হতে পারে লোকসভা। এরইমধ্যে বিজেপি সভাপতি পদে নাম ঘোষণা করা হল মোদীঘনিষ্ঠ অমিত শাহের।

সংসদীয় বোর্ডের বৈঠকের পর রাজনাথ সিং আনুষ্ঠানিক ভাবে অমিত শাহের নাম ঘোষণা করলেন। অমিত শাহকে বিজেপির সভাপতি পদে এনে কার্যত দল এবং সরকারকেই হাতের মুঠোয় নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা ভোটে উত্তরপ্রদেশে বিজোপির ঐতিহাসিক সাফল্যের পিছনে এই অমিত শাহই ছিলনে মূল কুশীলব। তবে লোকসভা ভোটের সময় কুত্সা প্রচার করে বিতর্কে জড়িয়ে ছিলেন মোদীর ডান হাত পরিচিত এই নেতা। অবশ্য সংগঠনে আধুনিকত্ব- চমক এনে দলের সুনজরেই ছিলেন তিনি। যদিও শেষ হিসাবে মোদীর সবচেয়ে ঘনিষ্ঠ নেতা বলেই পদের সর্বোচ্চ স্থানে এলেন তিনি, বে মনে করছেন ওয়াকিবহল। কয়েকটি রাজ্যে বিধানসভা ভোটের আগে এই ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

.