মুম্বই গণধর্ষণে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি অমিতাভের

মুম্বই গণধর্ষণ কান্ডে দুঃখপ্রকাশ করে দোষীদের কঠোর শাস্তি দাবি করলেন অমিতাভ বচ্চন। শুক্রবার অমিতাভ বলেন, "এটা লজ্জাজনক ঘটনা। মুম্বই শহরের লজ্জা। একজন চিত্র সাংবাদিক অ্যাসাইনমেন্টে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন। খুব দ্রুত দোষীদের ধরে শাস্তি দেওয়া উচিত। "

Updated By: Aug 24, 2013, 12:03 AM IST

মুম্বই গণধর্ষণ কান্ডে দুঃখপ্রকাশ করে দোষীদের কঠোর শাস্তি দাবি করলেন অমিতাভ বচ্চন। শুক্রবার অমিতাভ বলেন, "এটা লজ্জাজনক ঘটনা। মুম্বই শহরের লজ্জা। একজন চিত্র সাংবাদিক অ্যাসাইনমেন্টে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন। খুব দ্রুত দোষীদের ধরে শাস্তি দেওয়া উচিত। "
ঘটনায় ক্ষোভপ্রকাশ করে সাংবাদিকদের অমিতাভ বলেন, "মাত্র একদিন আগেই আমরা রাখি পালন করেছি। এই প্রথাই হল মেয়েদের, বোনেদের রক্ষা করার প্রথা আর তারপরই এরকম ঘৃন্য ঘটনা ঘটল। আমাদের মত দেশ যেখানে এখনও এইসব প্রথা পালন করা হয়, সেখানে এইরকম ঘটনা সত্যিই লজ্জাজনক। আমাদের এইসব প্রথার মর্ম বোঝা উচিত।"
একদিন আগেই নিজের জাল ভিডিও প্রকাশ নিয়েও ক্ষোভপ্রকাশ করেন অমিতাভ। বলেন, "নরেন্দ্র মোদী আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। সাইবার ক্রাইম বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে। যতদিন না আমি জানতে পারছি এর পিছনে কার হাত বা মাথা রয়েছে ততদিন কোনও মন্তব্য করতে পারব না।"

.