উত্তরপ্রদেশের ৮৫০ জন কৃষকের ঋণ শোধ করবেন অমিতাভ বচ্চন

কৃষকদের সহযোগিতার কথা নিজের মুখেই জানালেন বিগ বি। 

Updated By: Oct 21, 2018, 03:00 PM IST
উত্তরপ্রদেশের ৮৫০ জন কৃষকের ঋণ শোধ করবেন অমিতাভ বচ্চন

নিজস্ব প্রতিবেদন: ঋণের বোঝা থেকে উত্তরপ্রদেশের কৃষকদের রেহাই দিতে উদ্যোগ নিলেন অমিতাভ বচ্চন। বলিউডের মেগাস্টার ঘোষণা করলেন, ৮৫০ কৃষকদের ঋণ শোধ করবেন তিনি। এর আগে মহারাষ্ট্রের ৩৫০ জন কৃষকের ঋণ শোধ করেছিলেন অমিতাভ। 

অমিতাভ বচ্চনের কথায়, ''দেশের জন্য যাঁরা আত্মত্যাগ করেন, তাঁদের জন্য কিছু করলে সন্তুষ্টি পাই। ৪৪টি পরিবার পরিবারকে মহারাষ্ট্র থেকে সামান্য কিছু পাঠিয়েছি। দেশের অন্যপ্রান্ত থেকেও শহিদদের জন্য কিছু করা উচিত''।  

নিজের ব্লগে অমিতাভ বচ্চন লিখেছেন,''৩৫০-র বেশি কৃষক ঋণ শোধ করতে পারছিলেন না। তাঁদের আত্মহত্যা রুখতে কয়েকদিন আগেই টাকা দিয়েছি। অন্ধ্রপ্রদেশ ও বিদর্ভের এমনটা করা হয়েছিল। এবার উত্তরপ্রদেশে ৮৫০জন কৃষকের তালিকা তৈরি করা হয়েছে। মোট ঋণের পরিমাণ ৫.৫ কোটি টাকা। তাঁদেরও সহায়তা করা হবে''।        

কেবিসি কর্মবীরে অংশগ্রহণকারী অজিত সিংকে সাহায্য করার কথাও জানিয়েছেন বিগ বি। তাঁর কথায়, ''জোর করে যৌনবৃত্তির বিরুদ্ধে লড়াই চালাচ্ছেন অজিত সিং। কিশোরীদের অপহরণের পর তাঁদের অপরাধমূলক কাজে লাগানো হচ্ছে, তাঁদের নিরাপত্তায় কাজ করছেন    তিনি। অজিতকে জন্য গতকাল সামান্য সহযোগিতা করলাম''। 

আরও পড়ুন- স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে বায়োমেট্রিক তথ্য দিতে আপত্তি দিল্লির রোহিঙ্গা শরণার্থীদের

            

.