অমৃতসরে হামলাকারীরা এসেছিল বাইকে চড়ে, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল ছবি
হামলাকারী এসেছিল একটি কালো পালসার মোটর বাইকে চড়ে। সেই বাইকের কোনও নাম্বার প্লেট ছিল না
নিজস্ব প্রতিবেদন: রবিবার অমৃতসরে গ্রেনেড হামলার তদন্ত নেমেছে রাজ্য পুলিস ও এনআইএ। এর মধ্যেই তদন্ত একধাপ এগলেন তদন্তকারীরা। এখনও পর্যন্ত দুই সন্দেহভাজন হামলাকারীকে চিহ্নিত করল পুলিস। সিসিটিভির ফুটেজে তাদের ছবি ধরা পড়েছে।
তদন্তকারীরা মনে করছেন দুজন হামলাকারী এসেছিল একটি কালো পালসার মোটর বাইকে চড়ে। সেই বাইকের কোনও নাম্বার প্লেট ছিল না। ফুটেজে দেখা যাচ্ছে একজন বাইকআরোহী কুর্তা-পাজামা পরে রয়েছে, অন্যজন পরে রয়েছে জিনস ও টি শার্ট।
Whether investigation stays with us or goes to NIA depends on the CM and DGP, we’ll abide by the orders. We’ve not issued any sketches (of suspects) for the time being: IG Surinder Singh Parmar #AmritsarBlast pic.twitter.com/hvVcPnwsv5
— ANI (@ANI) November 19, 2018
আরও পড়ুন-১৭০ কিমি পথ গ্রিন করিডর, মধুস্মিতার অঙ্গে নতুন জীবন সঞ্জীত, মিঠুন, অভিষেকদের
তদন্তকারীদের একাংশের ধারনা এলাকারই দুই যুবক ওই হামলা করেছে। তবে ঘটনার পরই রাজ্য প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছিল হামলার পেছনে জড়িত থাকতে পারে খালিস্তানি জঙ্গি কিংবা আইএসআই মদতপুষ্ট জঙ্গিরা।
উল্লেখ্য, রবিবার অমৃতসরের রাজাসংগী গ্রামের নিরঙ্কারি ভবনে প্রার্থনা চলাকালীন গ্রেনেড বিস্ফোরণ ঘটায় বাইক আরোহী হামলাকারীরা। ওই বিস্ফোরণে এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২০ জন।
হামলাকারীদের সম্পর্কে তথ্য দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। খবর দেওয়ার জন্য পুলিসের ১৮১ নম্বরে ফোন করতে আবেদন জানানো হয়েছে।
আরও পড়ুন-কেন্দ্র বনাম উর্জিত প্যাটেল! আজ বড় সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্কের বোর্ডের বৈঠকে
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রার্থনা চলাকালীন একটি বাইকে চড়ে দুজন এসে নিরঙ্কারি ভবন চত্বরে বোমা ছুড়ে চলে যায়। সেসময় সেখানে সত্সঙ্গ চলছিল। ছিলেন কমপক্ষে দুশো লোক। প্রতি রবিবার নিরঙ্কারি সম্প্রদায়ের মানুষ প্রার্থনাসভায় য়োগ দেন।
হামলার তদন্ত সম্পর্কে অমৃতসরের আইজি বলেন, তদন্তভার রাজ্য পুলিসের হাতে থাকবে নাকি তা এনআইএকে দেওয়া হবে তা নির্ভর করবে মুখ্যমন্ত্রীর ওপরে। এখনই সন্দেহভাজন হামলাকারীদের স্কেচ প্রকাশ করা হচ্ছে না।