জিন্নাহর ছবি ঘিরে উত্তপ্ত আলিগড়, বন্ধ ইন্টারনেট পরিষেবা

সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা।উত্তরপ্রদেশের আলিগড়ে জারি ১৪৪ ধারা। 

Updated By: May 4, 2018, 05:42 PM IST
জিন্নাহর ছবি ঘিরে উত্তপ্ত আলিগড়, বন্ধ ইন্টারনেট পরিষেবা

নিজস্ব প্রতিবেদন: আলিগড় বিশ্ববিদ্যালয়ে মহম্মদ আলি জিন্নাহর ছবি নিয়ে উত্তপ্ত গোটা জেলা। পরিস্থিতি আঁচ করে ইন্টারনেট পরিষেবা বন্ধ করল জেলা প্রশাসন। জেলাশাসক চন্দ্রভূষণ সিং জানিয়েছেন, শুক্রবার দুপুর ২ থেকে মধ্যরাত পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব নিয়ন্ত্রণে এই পদক্ষেপ। 

জেলাপ্রশাসন সূত্রে খবর, জিন্নাহর ছবি বিতর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা ও ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা চলছে। তা রুখতেই ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। জারি করা হয়েছে ১৪৪ ধারা। 

সব বিতর্কের সূত্রপাত জিন্নাহর ছবি ঘিরে। জিন্নাহর ছবি সরানোর দাবিতে উপাচার্যের কাছে চিঠি দিয়েছিলেন বিজেপির সাংসদ সতীশ গৌতম। এরপর বুধবার বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ দেখান হিন্দুত্ববাদী সংগঠনের লোকজন। আলিগড় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের অভিযোগ, বিক্ষোভকারীরা হিন্দু যুব বাহিনীর সদস্য। উল্লেখ্য, এই সংগঠনটি নেতৃত্বে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের উপরে লাঠিচার্জ করে পুলিস। আহত হন বেশ কয়েকজন। 

আরও পড়ুন- রূপশ্রীর ধাঁচে কর্ণাটকে ভোটের আগে 'মঙ্গলসূত্র' প্রতিশ্রুতি বিজেপির

.