কাঠুয়া, উন্নাও গণধর্ষণের প্রতিবাদে 'আমুল গার্লে'র চোখে জল

বিজ্ঞাপনের মাধ্যমে লাগাতার সামাজিক বার্তা দেওয়ার ঐতিহ্য রয়েছে আমুলের। এবারও তার ব্যতিক্রম হল না। এ

Updated By: Apr 19, 2018, 06:15 PM IST
কাঠুয়া, উন্নাও গণধর্ষণের প্রতিবাদে 'আমুল গার্লে'র চোখে জল

নিজস্ব প্রতিবেদন : স্বীকৃতির উজ্জাপন হোক বা  প্রতিবাদ, এমনকী জনসচেতনতা গড়ে তুলতেও বারবার আবির্ভাব হয়েছে আমুল গার্লের। কিন্তু সংস্থার সাম্প্রতিকতম বিজ্ঞাপনে আমুল গার্লের চোখে দেখা গিয়েছে জল। কাঠুয়া, উন্নাও-সহ দেশের বিভিন্ন প্রান্তে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই বিজ্ঞাপন বলে জানিয়েছে আমুল।

 

বিজ্ঞাপনের মাধ্যমে লাগাতার সামাজিক বার্তা দেওয়ার ঐতিহ্য রয়েছে আমুলের। এবারও তার ব্যতিক্রম হল না। এবারের বিজ্ঞাপনটিতে দেখা যাচ্ছে, আমুল গার্লের চোখে জল। সেই সঙ্গে লেখা ''জ্যারা আঁখো মে ভর লো পানি...''। টুইটারে এই বিজ্ঞাপন প্রকাশ করে আমুল লিখেছে, দেশজুড়ে মহিলাদের ওপর নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই বিজ্ঞাপন।

আলুমের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে নেটিজেনরা।

আরও পড়ুন- সুপ্রিম কোর্টের ওয়েবসাইট হ্যাক, অভিযোগ ব্রাজিলের হ্যাকিং টিমের বিরুদ্ধে

.