Agniveer Woman Trainee Suicide: মুম্বই-এর হস্টেলে গলায় ফাঁসে আত্মঘাতী অগ্নিবীর শিক্ষানবিশ তরুণী

জানা গিয়েছে ২০ বছর বয়সী ওই মহিলা কেরালার বাসিন্দা। তিনি মুম্বইয়ের পশ্চিম শহরতলির মালাডের মালওয়ানি এলাকায় আইএনএস হামলায় প্রশিক্ষণরত অগ্নিবীর ব্যাচের অংশ ছিলেন। একজন অফিসার এই কথা জানিয়েছেন। তিনি তার প্রাথমিক প্রশিক্ষণ শেষ করে ১৫ দিন আগে প্রশিক্ষণ কেন্দ্রে যোগদান করেছিলেন বলে তিনি জানিয়ে ছিলেন।

Updated By: Nov 28, 2023, 03:47 PM IST
Agniveer Woman Trainee Suicide: মুম্বই-এর হস্টেলে গলায় ফাঁসে আত্মঘাতী অগ্নিবীর শিক্ষানবিশ তরুণী
প্রতীকী ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের আত্মহত্যা। এবার নৌবাহিনীর হস্টেলে আত্মঘাতী যুবতী। জানা গিয়েছে ভারতীয় নৌবাহিনীতে সৈনিক হওয়ার প্রশিক্ষণ নিচ্ছিলেন ওই যুবতী। তিনি সোমবার মুম্বইয়ের একটি নৌ-সুবিধায় তার হোস্টেলের ঘরে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। পুলিস এই খবর জানিয়েছে।

জানা গিয়েছে ২০ বছর বয়সী ওই মহিলা কেরালার বাসিন্দা। তিনি মুম্বইয়ের পশ্চিম শহরতলির মালাডের মালওয়ানি এলাকায় আইএনএস হামলায় প্রশিক্ষণরত অগ্নিবীর ব্যাচের অংশ ছিলেন। একজন অফিসার এই কথা জানিয়েছেন। তিনি তার প্রাথমিক প্রশিক্ষণ শেষ করে ১৫ দিন আগে প্রশিক্ষণ কেন্দ্রে যোগদান করেছিলেন বলে তিনি জানিয়ে ছিলেন।

ওই কর্মকর্তা জানান, সোমবার সকালে ওই যুবতীকে তার রুমমেট ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপরই তিনি কর্তৃপক্ষকে সতর্ক করেন। পুলিসকে খবর দেওয়া হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানান তিনি। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি বলেও জানান তিনি।

আরও পড়ুন: UADAI | Aadhaar: বরের আধার তথ্যের নাগাল পেতে পারে না বউ: হাইকোর্ট

ওই আধিকারিক বলেছেন যে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে যে ওই মহিলা কিছু ব্যক্তিগত সমস্যার কারণে এই চরম পদক্ষেপ নিয়েছিলেন। তবে এর সঠিক কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিস একটি অপঘাতে মৃত্যুর মামলা দায়ের করেছে এবং বিষয়টি নিয়ে আরও তদন্ত করছে বলে তিনি জানান।

ওই যুবতী অগ্নিবীরদের মধ্যে একজন ছিলেন। অগ্নিপথ স্কিমের অধীনে সশস্ত্র বাহিনীতে নিয়োগ করা সৈন্যদের একটি বিশেষ অংশ হল অগ্নিবীর। এটি ২০২২ সালে চালু হয়েছিল। এই স্কিমের লক্ষ্য দেশের গ্রামীণ ও পিছিয়ে পড়া এলাকার যুবক-যুবতীদের বিভিন্ন প্রতিরক্ষা ক্ষেত্রের ভূমিকায় প্রশিক্ষণ দেওয়া এবং নিয়োগ করা।

আরও পড়ুন: Chhattisgarh Assembly Election 2023: গণনার আগেই দিল্লি সফরে ভূপেশ বাঘেল, কেন জানেন?

নৌসেনার তরফে জানানো হয়েছে অপর্ণা ভি নায়ার, অগ্নিবীর লজিস্টিকস (এফএন্ডএ)-এর অংশ ছিলেন। তাঁর বয়স ছিল ২০ বছর। একটি দুর্ভাগ্যজনক ঘটনা ২৭ নভেম্বর ২০২৩ তারিখে মুম্বইয়ের আইএনএস হামলায় সংঘটিত হয়েছে। ঘটনাটির তদন্ত করার জন্য ভারতীয় নৌবাহিনীর তরফে একটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় নৌবাহিনী পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.