ইসলামাবাদকে এই সেনার হুঁশিয়ারি, 'কাশ্মীর থাকবে, পাকিস্তান থাকেব না'

লড়াইটা আজকের নয়। স্বাধীনতার জন্মলগ্ন থেকেই ভারত-পাক দ্বন্দের জন্ম। কাশ্মীরের ওপর ইসলামাবাদের রক্তচক্ষু আর ভারত তার ভূস্বর্গ কাশ্মীরকে আগলে রাখতে সেনা জওয়ানদের আত্মত্যাগের ইতিহাস লিখে যাওয়া, সমান্তরালভাবেই এগিয়ে চলছে। বুলেটের বদলে বুলেটের জবাবে বারবারই পিছিয়ে এসেছে ভারত। অটল বিহারী বাজপেয়ীর সময় থেকেই ইসলামাবাদের বিরুদ্ধে 'যুদ্ধং দেহী' রূপ নিলেও ভারত শেষ পর্যন্ত যুদ্ধ্ব থেকে বিরতই থেকেছে। দেশ বাঁচাতে একের পর এক সেনা জওয়ানদের রক্ত ভূস্বর্গ থেকে গড়িয়ে পড়েছে ভারতের সমতলে। কখনও পাঠানকোট, কখনও মুম্বই পাকিস্তানের মদতে ভারতে সংগঠিত হয়েছে সন্ত্রাস। ভারত পাকিস্তানের বিরুদ্ধে ধীরে চল নীতিতেই বিশ্বাস রেখেছে। যুদ্ধের বদলে পাকিস্তানকে একঘরে করে দেওয়ার পরিকল্পনাই করেছে ভারত সরকার। মনমোহন সিংও তাই করেছিলেন, আর এবার একই পদক্ষেপ নিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

Updated By: Sep 20, 2016, 11:12 AM IST
ইসলামাবাদকে এই সেনার হুঁশিয়ারি, 'কাশ্মীর থাকবে, পাকিস্তান থাকেব না'

ওয়েব ডেস্ক: লড়াইটা আজকের নয়। স্বাধীনতার জন্মলগ্ন থেকেই ভারত-পাক দ্বন্দের জন্ম। কাশ্মীরের ওপর ইসলামাবাদের রক্তচক্ষু আর ভারত তার ভূস্বর্গ কাশ্মীরকে আগলে রাখতে সেনা জওয়ানদের আত্মত্যাগের ইতিহাস লিখে যাওয়া, সমান্তরালভাবেই এগিয়ে চলছে। বুলেটের বদলে বুলেটের জবাবে বারবারই পিছিয়ে এসেছে ভারত। অটল বিহারী বাজপেয়ীর সময় থেকেই ইসলামাবাদের বিরুদ্ধে 'যুদ্ধং দেহী' রূপ নিলেও ভারত শেষ পর্যন্ত যুদ্ধ্ব থেকে বিরতই থেকেছে। দেশ বাঁচাতে একের পর এক সেনা জওয়ানদের রক্ত ভূস্বর্গ থেকে গড়িয়ে পড়েছে ভারতের সমতলে। কখনও পাঠানকোট, কখনও মুম্বই পাকিস্তানের মদতে ভারতে সংগঠিত হয়েছে সন্ত্রাস। ভারত পাকিস্তানের বিরুদ্ধে ধীরে চল নীতিতেই বিশ্বাস রেখেছে। যুদ্ধের বদলে পাকিস্তানকে একঘরে করে দেওয়ার পরিকল্পনাই করেছে ভারত সরকার। মনমোহন সিংও তাই করেছিলেন, আর এবার একই পদক্ষেপ নিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

তবে সেনা কর্মীদের মনে চলছে প্রতিশোধের স্পৃহা। কাঁধে কাঁধ মিলিয়ে চলা এক একজন সেনা জওয়ান বন্ধুদের কফিন বন্দি হওয়ার ছবিতে তাঁদের মনে ছবি আঁকছে 'দুধ মাঙ্গো গে তো ক্ষীর দেঙ্গে...কাশ্মীর মাঙ্গো গে তো চির দেঙ্গে'- এই প্রতিশোধের আগুন। 

ভোররাতে ভারতীয় সেনা ছাউনিতে অতর্কিত হামলা। কাশ্মীরের উরিতে পাকিস্তানি জঙ্গি হামলায় প্রাণ গিয়েছে ১৭ জন সেনা জওয়ানদের। বন্ধু সহকর্মীদের এমন হঠাৎ চলে যাওয়াকে কিছুতেই মেনে নিতে পাড়ছেন না ভারতীয় সেনারা। এবার তাই সরাসরি হুঙ্কার। বিশ্বের মানচিত্র থেকে পাকিস্তানের নাম মুছে দেওয়ার হুঁশিয়ারি। ভারতীয় সেনার জয় হিন্দ কবিতা এখন গোটা দেশেই দেশভক্তির জোয়ার এনেছে। পাকিস্তানকে কড়া জবাব দিতে এককাট্টা হচ্ছে গোটা দেশ। শুনুন সেই কবিতা-

 

.