শক্তিশালী লোকপাল বিল আনতে প্রধানমন্ত্রীকে সাহসী হওয়ার আর্জি আন্নার
লোকপাল বিল নিয়ে প্রধানমন্ত্রীকে সাহসী হওয়ার আর্জি জানালেন সমাজকর্মী আন্না হাজারে। রবিবার প্রধানমন্ত্রী মনমোহন সিং-কে একটি চিঠি দেন আন্না। ৪ পাতার ওই চিঠিতে ভারত-মার্কিন পরমাণু চুক্তির মতো শক্তিশালী লোকপাল বিল আনতেও প্রধানমন্ত্রীকে সাহসিকতা দেখাতে বলেন আন্না।
লোকপাল বিল নিয়ে প্রধানমন্ত্রীকে সাহসী হওয়ার আর্জি জানালেন সমাজকর্মী আন্না হাজারে। রবিবার প্রধানমন্ত্রী মনমোহন সিং-কে একটি চিঠি দেন আন্না। ৪ পাতার ওই চিঠিতে ভারত-মার্কিন পরমাণু চুক্তির মতো শক্তিশালী লোকপাল বিল আনতেও প্রধানমন্ত্রীকে সাহসিকতা দেখাতে বলেন আন্না। চিঠির বয়ানে আন্না লেখেন, `আপনার বয়স ৮০ ছুঁয়েছে। এই দেশ আপনাকে সবকিছু দিয়েছে। এবার দেশ আপনার কাছ থেকে কিছু পেতে চায়। শক্তিশালী লোকপাল বিল আনতে আরও সাহসিকতা দেখান।` লোকপাল বিল ইস্যুতে সংসদের ভূমিকার সমালোচনা করে চিঠিতে আন্না বলেন, `লোকসভায় পাস হওয়া লোকপাল বিলে দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে।` গত বছর অগাস্টে তাঁর অনশন আন্দোলনের সময় শক্তিশালী লোকপাল বিল আনার বিষয়ে সংসদ আশ্বাস দিলেও, শেষ পর্যন্ত তা করা হয়নি বলেও অভিযোগ করেন আন্না। লোকসভায় পাস হওয়া লোকপাল বিলের গ্রহণযোগ্যতা নিয়ে প্রধানমন্ত্রীকে তাঁর প্রশ্ন, `আপনি কি মনে করেন লোকসভায় পাস হওয়া লোকপাল বিল দেশের দুর্নীতি দমনে যথেষ্ট কার্যকরী? আপনি কীভাবে দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন?` সিবিআইকে লোকপাল বিলের আওতায় রাখা নিয়ে আন্নার প্রশ্ন, সরকার কেন সিবিআই-এর উপর থেকে নিয়ন্ত্রণ তুলতে ভয় পাচ্ছে। শুধু প্রধানমন্ত্রীকেই নয়, লোকপাল বিল ইস্যুতে তাঁদের অবস্থান জানতে চেয়ে কংগ্রেস সাধারণ সম্পাদক রাহুল গান্ধী, বিজেপি সভাপতি নিতিন গডকড়ি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মায়াবতী ও সমাজবাদী পার্টি সুপ্রিমো মুলায়ম সিং যাদবকেও চিঠি দিয়েছেন আন্না হাজারে। দুর্নীতি ও জমি অধিগ্রহণ ইস্যুতে আসন্ন ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনে প্রচার ইতিমধ্যেই শুরু করে দিয়েছে টিম আন্না।