আন্নাকে প্রচারে পেতে মরিয়া তৃণমূল, কিছুক্ষণেই মমতার সঙ্গে বৈঠক
আজ দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় দেখা করবেন সমাজকর্মী আন্না হাজারের সঙ্গে। আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারের পদ্ধতি নিয়ে আলোচনা হবে তাঁদের মধ্যে। ইতিমধ্যেই দিল্লি পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী।
আজ দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় দেখা করবেন সমাজকর্মী আন্না হাজারের সঙ্গে। আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারের পদ্ধতি নিয়ে আলোচনা হবে তাঁদের মধ্যে। ইতিমধ্যেই দিল্লি পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী।
"১৭ দফা দাবি উল্লেখ করে সব রাজনৈতিক দলকে চিঠি দিয়েছিলাম। তাতে মূল বিষয় ছিল, গ্রামকে ভিত্তি করেই দেশের উন্নয়ন করতে হবে। এর কোনও বিকল্প নেই। মমতা চিঠিতে জানিয়েছেন, তিনি দাবিগুলি মনতে রাজি। সেবিষয়েই আজ সন্ধেয় তাঁর সঙ্গে কথা হবে", জানিয়েছেন আন্না হাজারে।
লোকসভা ভোটের প্রচারে আন্না হাজারেকে পাশে পেতে মরিয়া তৃণমূল কংগ্রেস। তবে তৃণমূলের হয়ে প্রচারে অংশ নিচ্ছেন কিনা আন্না তা নিয়ে এখনও সংশয় কাটেনি। আজ সন্ধে সাতটা নাগাদ দিল্লিতে আন্নার সঙ্গে বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায় । লোকসভা ভোটের প্রচারে আন্না শিবিরের সঙ্গে তৃণমূলের যৌথ এজেন্ডা কী কী হতে পারে তাই নিয়েও আলোচনার সম্ভাবনা বৈঠকে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আন্না হাজারেকে তিনি শ্রদ্ধা করেন সেকারণেই তিনি তাঁর সঙ্গে দেখা করছেন।