আজ সংসদে পেশ ধর্ষণ বিরোধী বিল

আজ সংসদে পেশ হতে পারে আজ সংসদে পেশ ধর্ষণ বিরোধী বিল। গতকালই এই বিল নিয়ে পিছু হঠে কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সম্মতির ভিত্তিতে সহবাসের বয়সসীমা ষোলো থেকে ফের আঠারো করার সিদ্ধান্ত নেওয়া হয়। জামিন অযোগ্য অপরাধের তালিকা থেকে বাদ দেওয়া হয়  মহিলাদের পিছু নেওয়া ও কুদৃষ্টিতে তাকানো।

Updated By: Mar 19, 2013, 10:37 AM IST

আজ সংসদে পেশ হতে পারে আজ সংসদে পেশ ধর্ষণ বিরোধী বিল। গতকালই এই বিল নিয়ে পিছু হঠে কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সম্মতির ভিত্তিতে সহবাসের বয়সসীমা ষোলো থেকে ফের আঠারো করার সিদ্ধান্ত নেওয়া হয়। জামিন অযোগ্য অপরাধের তালিকা থেকে বাদ দেওয়া হয়  মহিলাদের পিছু নেওয়া ও কুদৃষ্টিতে তাকানো।
গতকাল দু-দফার সর্বদলীয় বৈঠকে মূলত এই দুটি ইস্যুতেই আপত্তি তোলে বেশিরভাগ রাজনৈতিক দল। রাজনৈতিক মহলের ধারণা, নারী নির্যাতন প্রতিরোধ বিল নিয়ে মহিলা সাংসদদের মধ্যে এখনও কিছুটা অসন্তোষ রয়ে গেছে। বিল পাশ করানোর ক্ষেত্রে যেকোনওরকম ঝুঁকি এড়াতে চাইছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। আজ দলের সব সাংসদকে সংসদে উপস্থিত থাকার হুইপ জারি করেছেন তিনি।

.