Missile Helina: আকাশ থেকেই ঘায়েল শত্রু, পোখরানে ট্যাঙ্ক বিধ্বংসী Helina-র পরীক্ষায় সাফল্য DRDO-র
হেলিনা-র পাল্লা কত? ডিআরডিও সূত্রে খবর, ইনফ্রা রেড গাইডেড এই মিসাইলের পাল্লা ৭ কিলোমিটার
নিজস্ব প্রতিবেদন: পোখরানে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল হেলিনা-র সফল পরীক্ষা সেরে ফেলল ডিআরডিও, সেনাবাহিনী ও বায়ুসেনা। এখন আকাশ থেকেই ঘায়েল হবে শত্রু ট্য়াঙ্ক। সোমবার পোখরানে কপ্টার থেকে ছোড়া হেলিনা আঘাত করল নিখুঁত নিশানায়।
হেলিনা-র পাল্লা কত? ডিআরডিও সূত্রে খবর, ইনফ্রা রেড গাইডেড এই মিসাইলের পাল্লা ৭ কিলোমিটার। আজ এটিকে ধ্রুব কপ্টার থেকে পরীক্ষা করা হয়। ডিআরডিও-র তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, হাই অল্টিটিউডেও এটি সমান দক্ষ।
ডিআরডিও তৈরি এই মিসাইলের পরীক্ষা শুরু হয় ২০১৮ সালে। তার পর থেকে দ্রুত এটিকে আরও উন্নত করা হয়েছে। যে কোনও আবহাওয়ায়, যে কোনও উচ্চতায় এটি কাজ করতে সক্ষম। চপার থেকে ছোড়ার উপযোগী করে এটিকে এবার গড়ে তোলা হল। যে কোনও দিক থেকেই এটি শত্রু ট্য়াঙ্ককে আক্রমণ করতে পারে।
আরও পড়ুন-হাঁসখালিতে নাবালিকার রহস্যমৃত্যু! মুখ্যসচিবের থেকে রিপোর্ট তলব রাজ্যপালের