জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:তিহার জেলে দ্বিতীয়বার দেখা অনুব্রত ও সুকন্যা মণ্ডলের। শনিবার আধ ঘণ্টা ধরে দেখা হয় দুজনের। মেয়ের সামনে কান্নায় ভেঙে পড়েন অনুব্রত! মেয়েকে বলেন, 'তোর দিল্লি আসা উচিত হয়নি।' পাল্টা বাবাকে উত্তর দেন সুকন্যা, 'বারবার নোটিস পাঠাচ্ছিল কি করব।' মেয়েকে অনুব্রতর আশ্বাস চিন্তা না করতে সব ঠিক হয়ে যাবে। যদিও সুকন্যার দাবি, 'অ্যারেস্ট হওয়ার আগে তোমার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। কাস্টডিতেও কথা বলতে চেয়েছিলাম,কিন্তু দেওয়া হয়নি।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, DA Protest | Akhil Giri: 'কটাক্ষ নয়, অখিল গিরির আমাদের ধন্যবাদ জানানো উচিৎ', পাল্টা দাবি সংগ্রামী যৌথ মঞ্চের


গরু পাচার মামলায় সুকন্যা মন্ডলের ব্যাংকে জমা হওয়া কোটি কোটি টাকা গরু পাচারের টাকা নয় বলে এদিন দাবি করেন সুকন্যা। কারণ ইডি তিন হাজার পাতার চার্জশিটে কোথাও দেখাতে পারেনি ব্যাংকে জমা হওয়া টাকা গরু পাচারের। টাকা কোথা থেকে আসল? কে দিল? এই চেন দেখাতে পারেনি। ফলে সেই যুক্তি দেখিয়ে জামিনের আবেদন করা হয়েছে। গরু পাচারের মামলায় কেন গ্রেফতার সুকন্যাকে? এছাড়া শারীরিক অবস্থা খারাপ, এই গ্রাউন্ডয়ে জামিনের আবেদন করা হয়েছে। আগামী ২৬ তারিখ জামিনের শুনানি রাউস অভিনিউ আদালতে।


প্রসঙ্গত, গোরু পাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে ইডি। তাতেই উঠে আসছে বীরভূমের তৃণমূল নেতার কোটি কোটি টাকার সম্পত্তির হদিস। পাশাপাশি কালো টাকা কীভাবে অনুব্রত সাদা করেছেন তারও ফিরিস্তি দিয়েছে ইডি। লটারির টিকিট কিনে কালো টাকা সাদা করার বিষয়টি সামনে এসেছে। এবার উঠে এল কীভাবে লোন দেওয়ার ক্ষেত্রে কারসাজি করে কালো টাকা সাদা করেছেন অনুব্রত। কেন্দ্রীয় তদন্ত সংস্থার দাবি, ভুয়ো লোন দেখিয়ে কোটি কোটি টাকা কালো থেকে সাদা করা হয়েছে। 


অনুব্রতর বিরুদ্ধে ২০৪ পাতার চার্জশিট দিয়েছে ইডি। সেখানে দাবি করা হচ্ছে গোরু পাচার থেকে বিপুল টাকা পেয়েছেন অনুব্রত। সেই টাকা থেকে ১০ কোটি কালো টাকা সাদা করেছেন এই অ্যাকোমোডেশন এন্ট্রির সাহায্যে। তদন্তকারী অফিসাররা বলছেন, যদি কোনও ব্যক্তির কাছে কালো টাকা থাকে তাহলে সেই টাকা যদি সাদা করতে চান তার অনেক পন্থার মধ্যে রয়েছে এই অ্যাকোমোডেশন এন্ট্রি। অনেকে একে হাওয়ালাও বলে থাকেন। 



আরও পড়ুন, North 24 Prgs News: প্রাক্তন স্ত্রীকে ফের বিয়ের প্রস্তাব, রাজি না হওয়ায় ঘরে ঢুকে একের পর এক গুলি যুবকের


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)