তদন্ত চাননি সেনাপ্রধান, সংসদে জবাব অ্যান্টনির
সংসদে প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনির বিবৃতিতে নতুন মোড় নিল সেনাপ্রধান বিজয়কুমার সিংয়ের তোলা ঘুষের অভিযোগ বিতর্ক। মঙ্গলবার রাজ্যসভায় জেনারেল সিংয়ের আনা অভিযোগের জবাব দিতে গিয়ে অ্যান্টনি বলেন, সে সময় সেনাপ্রধান নিজেই এই ঘটনা নিয়ে তদন্তে আগ্রহ দেখাননি।
Updated By: Mar 27, 2012, 04:45 PM IST