দ্বিতীয়বার ঘটালে, রক্তাক্ত হবে পাকিস্তান, পুলওয়ামা নিয়ে হুঁশিয়ারি সেনা প্রধান রাওয়াতের
এমন একটা সন্ধিক্ষণে আজ এই দিনটি পালিত হচ্ছে, যেখানে চরম তিক্ততায় ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক। সেনা প্রধান বিপিন রাওয়াত এ দিন দ্রাসে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান
নিজস্ব প্রতিবেদন: দেখতে দেখতে দু’দশক পেরলো কারগিল বিজয়। আজ সেই দিন। কাশ্মীরের সীমান্তবর্তী কারগিল জেলায় পাক-সেনাদের হঠিয়ে ভারতীয় জওয়ানরা পুনরুদ্ধার করেন দেশের জমি। এ দিনটিকে স্মরণ করে দেশজুড়ে পালিত হচ্ছে কারগিল বিজয় দিবস।
এমন একটা সন্ধিক্ষণে আজ এই দিনটি পালিত হচ্ছে, যেখানে চরম তিক্ততায় ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক। সেনা প্রধান বিপিন রাওয়াত এ দিন দ্রাসে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। পুলওয়ামা ঘটনার প্রসঙ্গ তুলে সাংবাদিকদের উদ্দেশে রাওয়াত বলেন, এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি হবে না। পাকিস্তান ফের এমন কাজ করলে, রক্তাক্ত হতে হবে।
আরও পড়ুন- ফের কর্নাটকের কুর্সিতে ইয়েদুরাপ্পা, আজ সন্ধে ৬টায় শপথ
এ দিন আর্মি চিফ জানান, সীমান্তে শান্তি প্রতিষ্ঠার সর্বতো চেষ্টা চালানো হচ্ছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। পাশাপাশি, রাওয়াতের আরও দাবি, এখন আমাদের লক্ষ্য অত্যাধুনি অস্ত্রভাণ্ডার তৈরিতে। ২০২০ সালের মধ্যে দেশেই তৈরি হবে হাউত্জারস, কে-৯ বজরা। এ দিন বিপিন রাওয়াতের পাশাপাশি এয়ার চিফ মার্শাল বীরেন্দ্র সিং ধানোয়া, নৌসেনা প্রধান অ্যাডমিরাল কর্মবীর সিং দ্রাসেতে শহীদদের শ্রদ্ধা জানান।