অসমে অভিযান খতিয়ে দেখতে আজ যাচ্ছেন সেনা প্রধান
NDFB-র বিরুদ্ধে সেনা অভিযান কেমন চলছে তা দেখতে শনিবার অসম গেলেন সেনা প্রধান দলবীর সিং সুহাগ। অসমে আদিবাসীদের ওপর জঙ্গি হানায় মৃতের সংখ্যা ইতিমধ্যে ৮৬ ছাড়িয়েছে।
![অসমে অভিযান খতিয়ে দেখতে আজ যাচ্ছেন সেনা প্রধান অসমে অভিযান খতিয়ে দেখতে আজ যাচ্ছেন সেনা প্রধান](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/12/27/33046-assam-today-pic.jpg)
নয়াদিল্লি: NDFB-র বিরুদ্ধে সেনা অভিযান কেমন চলছে তা দেখতে শনিবার অসম গেলেন সেনা প্রধান দলবীর সিং সুহাগ। অসমে আদিবাসীদের ওপর জঙ্গি হানায় মৃতের সংখ্যা ইতিমধ্যে ৮৬ ছাড়িয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনের পর রাজগিয়ায় সেনা আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন জেনারেল সুহাগ। স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করে সেনা প্রধান জানিয়েছেন, ""অসমে অভিযান আরও জোরদার করা হবে।''
বৃহস্পতিবারই রাজনাথ সিং দু'দিনের অসম সফর সেরে রাজধানী ফিরেছেন। ফিরে সেনা প্রধানের সঙ্গে বৈঠক করেন তিনি। রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হয় দু'জনের মধ্যে।
এই মুহূর্তে সেনার ৬৬টি কলম অসমে অভিযান চালাচ্ছে।