নিজস্ব প্রতিবেদন: এবার কি জেলে যেতে হচ্ছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইড়ুকে? মহারাষ্ট্রের একটি আদালতের নির্দেশে সেরকমই সম্ভাবনা তৈরি হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১০ সালের একটি মামলায় চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল মহারাষ্ট্রের নানদেদ জেলার ধরমাবাদ বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালত। নাইডু সহ মোট ১৫ জনকে আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে আদালতে হাজির করতে হবে বলে পুলিসকে নির্দেশ দেওয়া হয়েছে।


আরও পড়ুন-মাঝে গণেশ, মেয়র-মেয়রপত্নী তুলকালাম


২০১০ সালে গোদাবরী নদীর ওপরে বাবলি বাঁধ প্রকল্পের বিরুদ্ধে আন্দোলন করছিলেন নাইডু সহ টিডিপি বেশ কয়েকজন নেতা। তাঁদের বক্তব্য ছিল ওই বাঁধ তৈরি হলে অন্ধ্রপ্রদেশের ক্ষতি হবে। ওই বিক্ষোভ আন্দোলেন গ্রেফতার হন চন্দ্রবাবু সহ অন্যান্যরা। তাদের নিয়ে যাওয়া হয় পুনের সেন্ট্রাল জেলে। জামিনের আবেদন না করায় তাঁরা ১ মাস জেলে থাকার পর ছাড়া পান।


আরও পড়ুন-দেশের পরবর্তী প্রধান বিচারপতি রঞ্জন গগৈ


চন্দ্রবাবু নাইডু সহ অন্যান্যদের বিরুদ্ধে হামলা, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এনিয় চন্দ্রবাবুর ছেলে এন লোকেশ সংবাদ মাধ্যমে জানিয়েছেন, চন্দ্রবাবু সহ অন্যান্য টিডিপি নেতারা আদালতে যাবেন। উনি তেলঙ্গানার স্বার্থে লড়াই করেছিলেন। গ্রেফতার হওয়ার পর জামিন নিতেও অস্বীকার করেন।