সিঙ্গাপুরের মতো জিএসটি হার এদেশে চালু করা সম্ভব নয়: জেটলি
সংসদে কংগ্রেসের আক্রমণের মোকাবিলায় আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলির পর্যবেক্ষণকে হাতিয়ার করলেন জেটলি।
নিজস্ব প্রতিবেদন: প্রাক্তন ও বর্তমানের অর্থনীতির লড়াইয়ে উত্তপ্ত সংসদ। বৃহস্পতিবার রাজকোষের ঘাটতি নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। পাল্টা আর্থিক সমীক্ষক সংস্থা মুডিজের রেটিং নিয়ে কংগ্রেসকে বিঁধলেন অরুণ জেটলি।
চিদম্বরম এদিন দাবি করেন, মোদী সরকারের জমানায় রাজকোষে ঘাটতি বেড়ে চলেছে। এর পাশাপাশি বাজেট নিয়েও প্রশ্ন ছুড়ে দেন। পূর্বসূরীর মোকাবিলায় আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলির সাম্প্রতিকতম পর্যবেক্ষণ তুলে ধরেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।তাঁর কথায়, ''রাজকোষ ঘাটতি কমানোর চেষ্টা করছি আমরা। ১৪ বছর পর ভারতের রেটিং বাড়িয়েছে মুডিজ।''
আরও পড়ুন- মসজিদে লাউডস্পিকার ব্যবহার করা উচিত নয়, সোনুর পাশে জাভেদ আখতার
জিএসটি নিয়েও এদিন বিরোধীদের জবাব দিয়েছেন অরুণ জেটলি। তিনি বলেন, ''কয়েকটি দেশে বিলাসবহুল গাড়ি ও খাবারের উপরে জিএসটি হার এক। ভারতের মতো দেশে তা চালু করা যায় না। এখানে প্রচুর মানুষ দারিদ্র সীমার নীচে বসবাস করেন।''
জেটলি আরও বলেন, ''আমি সিঙ্গাপুরে গিয়েছিলাম। মার্সিডিজ গাড়ি ও খাবারের উপরে ৭ শতাংশ জিএসটি নেওয়া হয় সে দেশে। ভারতে এটা করা সম্ভব?''
I went to Singapore. There they levy 7% GST on both Mercedes and food. Can this be done in India, a country where a large population lives below the poverty line? How can same tax slab be implemented on a luxurious item & a necessity?: FM Arun Jaitley in Lok Sabha pic.twitter.com/UBBSFNPzZO
— ANI (@ANI) February 8, 2018