দান হিসেবে এনজিও-র কাছে এল পচা খাবার, রক্তাক্ত অন্তর্বাস!
নিজেদের যা সাধ্য তাই দিয়ে সাহায্য করুন আর্তদের। এমনই আবেদন সাধারণ মানুষের কাছে জানিয়েছিল গুঞ্জ নামের এক স্বেচ্ছাসেবী সংস্থা। সেই আবেদনের পর এমন কিছু জিনিস হাতে পেলেন এই স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা যা দেখে সবাই অবাক। সাহায্য হিসেবে এল পচা-গন্ধযুক্ত খাবার, রক্তাক্ত অন্তর্বাস, ভাঙা খুন্তি-বাসন, ব্যবহারের অযোগ্য হাঁড়ি। ডোনার(দাতা)-দের এমন দানে হতবাক সংস্থা। ফেসবুকে এসবই অবাক অনুদানের ছবি দিয়ে গুঞ্জ-এর পক্ষ থেকে আবেদন, 'দয়া করে আমাদের আবেদনকে নিয়ে ছেলেখেলা করবেন না। যদি আপনি সত্যি কিছু দিতে রাজি না হন, তাহলে বিরত থাকুন। কিন্তু অপমান করবেন না।'
ওয়েব ডেস্ক: নিজেদের যা সাধ্য তাই দিয়ে সাহায্য করুন আর্তদের। এমনই আবেদন সাধারণ মানুষের কাছে জানিয়েছিল গুঞ্জ নামের এক স্বেচ্ছাসেবী সংস্থা। সেই আবেদনের পর এমন কিছু জিনিস হাতে পেলেন এই স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা যা দেখে সবাই অবাক। সাহায্য হিসেবে এল পচা-গন্ধযুক্ত খাবার, রক্তাক্ত অন্তর্বাস, ভাঙা খুন্তি-বাসন, ব্যবহারের অযোগ্য হাঁড়ি। ডোনার(দাতা)-দের এমন দানে হতবাক সংস্থা। ফেসবুকে এসবই অবাক অনুদানের ছবি দিয়ে গুঞ্জ-এর পক্ষ থেকে আবেদন, 'দয়া করে আমাদের আবেদনকে নিয়ে ছেলেখেলা করবেন না। যদি আপনি সত্যি কিছু দিতে রাজি না হন, তাহলে বিরত থাকুন। কিন্তু অপমান করবেন না।'
গুঞ্জ হল এমন এক সমাজসেবী সংস্থা যারা সরকারের কাছে নিয়মিত বিভিন্ন কাজের জন্য পুরস্কৃত হয়। দুঃস্থ ও অবহেলিত মানুষদের সাহায্যে পাশে থাকার জন্য নানা রকম প্রকল্পের ব্যবস্থা করে এই সংস্থা। এমন এক প্রকল্পের জন্য সাধারণ মানুষের কাছে সাহায্য চাওয়া হয়েছিল।