নিজস্ব প্রতিবেদন: বাবার পর ছেলে। যাবজ্জীবন সাজা হল ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত স্বঘোষিত ধর্মগুরু আসারামের ছেলে নারায়ণ সাঁইয়ের।
Gujarat: Narayan Sai, son of Asaram who was found guilty in a rape case by Surat Sessions Court, has been sentenced to life imprisonment. (file pic) pic.twitter.com/R80kNXo5v6
— ANI (@ANI) April 30, 2019
আরও পড়ুন-সভায় হারাল শিশু, ভাষণ থামিয়ে খুঁজতে বললেন মমতা
মঙ্গলবার তার বিরুদ্ধে ওই সাজা ঘোষণা করে সুরাটের একটি আদালত। গত শুক্রবার শুক্রবার তাকে দোষী সাব্যস্ত করে আদালত।
উল্লেখ্য, ২০১৩ সালে আসারাম ও তার ছেলে নারায়ণ সাঁইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনে সুরাটের ২ কিশোরী। এদের মধ্যে একজন অভিযোগ করে, ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত আশ্রমে থাকাকালীন তাকে একাধিকবার ধর্ষণ করে নারায়ণ সাঁই। ওই চাঞ্চল্যকর অভিযোগ ২০১৩ সালেই গ্রেফতার করা হয় নারায়ণ সাঁইকে।
আরও পড়ুন-অনুপমের পর বাবুলকে রাজ্যসভার সাংসদ করার প্রস্তাব দিলেন কেষ্ট কাকা
শুক্রবার নারায়ণের তিন সঙ্গী গঙ্গা, যমুনা ও হনুমানকেও দোষী সাব্যস্ত করে আদালত। তবে মনিকা নামে এক মহিলাকে অভিযোগ থেকে রেহাই দেওয়া হয়েছে। প্রসঙ্গত, যোধপুরের আশ্রমে এক আবাসিককে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত আসারাম। তার যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত।
ধর্ষণ মামলায় আসারামের ছেলে নারায়ণ সাঁইয়ের যাবজ্জীবন