আসারাম ও তার ছেলে নিয়মিত নির্যাতন চালাত, অভিযোগ 'গডম্যানের' পুত্রবধূর
আসারাম বাপু ও তাঁর ছেলের বিরুদ্ধে ফের নতুন অভিযোগ। এবারে আঙুল তুলেছেন বিতর্কিত ওই ধর্মগুরুর পুত্রবধু জানকি দেবী। অভিযোগ, আসারাম বাপু ও তার ছেলে জানকি দেবীর ওপর নিয়মিত মানসিক নির্যাতন চালাতেন।
![আসারাম ও তার ছেলে নিয়মিত নির্যাতন চালাত, অভিযোগ 'গডম্যানের' পুত্রবধূর আসারাম ও তার ছেলে নিয়মিত নির্যাতন চালাত, অভিযোগ 'গডম্যানের' পুত্রবধূর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/09/20/42897-asa.jpg)
ওয়েব ডেস্ক: আসারাম বাপু ও তাঁর ছেলের বিরুদ্ধে ফের নতুন অভিযোগ। এবারে আঙুল তুলেছেন বিতর্কিত ওই ধর্মগুরুর পুত্রবধু জানকি দেবী। অভিযোগ, আসারাম বাপু ও তার ছেলে জানকি দেবীর ওপর নিয়মিত মানসিক নির্যাতন চালাতেন।
বাবা-ছেলের বিরুদ্ধে একাধিক থানায় শারীরিক নির্যাতনের মামলা রয়েছে। সেই সব মামলা তুলে নিতে তাঁর আত্মীয়দের ফোনে হুমকি দেওয়া হত বলেও অভিযোগ করেছেন জানকি দেবী। বর্তমানে অন্য একটি ধর্ষণের মামলায় আসারাম বাপু ও তার ছেলে জেলে রয়েছেন। মানসিক নির্যাতনে অভিযোগ করলেও কারা হুমকি দিত না নিয়ে অভিযোগে কিছু জানাননি জানকি দেবী।