নিজস্ব প্রতিবেদন: জোট শিবির রাজ্যে জোরাল বিরোধী হাওয়া তুললেও সম্ভবত এবারও হল না। অসমে ভোট গণনার প্রাথমিক প্রবণতা অন্তত বলছে, ২০১৬ সালের পর ফের ৫ বছরের জন্য ক্ষমতায় আসছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। সরকার গঠনের ব্য়াপারে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-'সময় গড়ালে এগিয়ে যাব', নন্দীগ্রাম নিয়ে আত্মবিশ্বাসী Mamata 


এনআরসি(NRC), এনপিআর, অনুপ্রবেশ ইস্যুতে এবার বিজেপির বিরুদ্ধে ঝড় তুলেছিল কংগ্রেস, বদরুদ্দিন আজমলের দল সহ অন্যান্য বিরোধী দলের জোট। কিন্তু তার কোনও ছাপই ভোটগণনার প্রাথমিক প্রবণতায় ধরা পড়ছে না। 


এখনওপর্যন্ত রাজ্যের ১২৬ আসনের মধ্যে এনডিএ এগিয়ে ৭৯ আসনে। সংখ্যাগরিষ্ঠতা পেতে গেল চাই ৬৪ আসন। কংগ্রেস জোট এগিয়ে ৪৭ আসনে। অন্যান্যরা শূন্য। ফলে এই প্রবণতা যদি শেষপর্যন্ত বজায় থাকে তাহলে বিজেপির সরকার গঠনে আর কোনও বাধাই থাকবে না।


আরও পড়ুন-একুশের ভোটে তারকা প্রার্থীরা, কে এগিয়ে? কে পিছিয়ে?


রাজ্যে কংগ্রেস বদরুদ্দিন আজমলের এআইইউডিএফ(AIUDF) ও বোড়োল্যান্ডস পিপিলস ফ্রন্ট যে এভাবে পিছিয়ে পড়বে তা রাজ্যের অনেক রাজনৈতিক বিশ্লেষকরা আশা করেননি। এখনওপর্যন্ত AIUDF এগিয়ে কংগ্রেস। বাকীগুলিতে কংগ্রেস ও বোড়ো পিপিলস ফ্রন্ট। অন্যদিকে, অহম গণপরিষদ ও অল ইন্ডিয়া ডেমোক্রাটিক ফ্রন্ট ১১টি করে আসনে এগিয়ে।