অসমে পঞ্চায়েত ভোটে হিংসা, মৃত্যু ১০

স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে অসমের গোয়ালপাড়া জেলায় পুলিসের সঙ্গে আদিবাসীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন ন`জন। ওই জেলার আইনশৃঙ্খলা বজায় রাখতে ইতিমধ্যেই সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

Updated By: Feb 12, 2013, 05:35 PM IST

স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে অসমের গোয়ালপাড়া জেলায় পুলিসের সঙ্গে আদিবাসীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন ন`জন। ওই জেলার আইনশৃঙ্খলা বজায় রাখতে ইতিমধ্যেই সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
পুলিসের খবর অনুযায়ী ওই অঞ্চলের রাভা সম্প্রদায়ভুক্ত আদিবাসীরা পঞ্চায়েত নির্বাচনের বিরোধিতা করে গ্রামে আগুন ধরানোর সঙ্গেই সরকারি আধিকারিকদের ওপর হামলা চালায়। তাদেরকে প্রতিহত করতেই বাধ্য হয়েই পুলিস গুলি চালিয়েছে বলে দাবি করা হয়েছে প্রশাসনের তরফ থেকে।
বহু দিন ধরেই ওই অঞ্চলে স্বায়ত্ত্বশাসনের দাবি করছেন রাভা সম্প্রদায়ভুক্ত মানুষরা। কিছুদিন ধরেই গাছ কেটে রাস্তা আটকে পঞ্চায়েত নির্বাচনের বিরোধিতা করা শুরু করে দেন তাঁরা। গত কয়েকদিন ধরেই গোয়ালপাড়ার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছিল। আজ তা চরম রূপ নেয়।
অন্যদিকে, অসম গণ পরিষদের তরফ থেকে এই ঘটনার জন্য রাজ্যের শাসক কংগ্রেস সরকারকে দায়ি করা হয়েছে।

.