নিজস্ব প্রতিবেদন: থানার পুলিস কর্মীদের চোখ আতঙ্কে ছানাবড়া। হাতে পলিথিনের ব্যাগে ভরা একটি কাটা মুন্ডু আর সামনে দাঁড়িয়ে এক মধ্য বয়সী মহিলা। অসমের লখিমপুর জেলার ঘটনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-মোদীর শপথের দিন কেতুগ্রামে খুন বিজেপি কর্মী, 'পারিবারিক বিবাদ' বলল তৃণমূল


মঙ্গলবার রাতে মাঝগাঁও গ্রামের এক মহিলা তাঁর স্বামী মুধিরামের কাটা মুন্ডু নিয়ে ঢালপুর থানায় এসে হাজির হন। পাঁচ সন্তানের মা গুণেস্বরী বারকাটাকি(৪৮) তাঁর অপরাধের কথা স্বীকার করেছেন। পুলিস এনিয়ে তদন্তে নেমেছে।



বারকাটারি পুলিসকে জানিয়েছেন, ‘বহু বছর ধরে ও আমাকে মারধর করে আসছে। বহুবার ও আমাকে কুড়ুল দিয়েও মেরে ঘায়েল করেছে। ওকে ছেড়ে যাওয়ার চিন্তা অনেক আগেই করেছিলাম। কিন্তু ছেলেমেয়েদের কথা ভেবে তা করতে পারিনি। কিন্তু আর সহ্য করতে পারিনি। এটা আমি না করলে ও আমাকে মেরে ফেলতো।’


আরও পড়ুন-দলে কেন মনিরুল, গণইস্তফার হুমকি বীরভূম বিজেপির নেতা-কর্মীদের


দুই ছেলে ও তিনি মেয়ের মা ওই মহিলা কুড়ুল দিয়ে তাঁর স্বামীর কেটে ফেলেন ও পাঁচ কিলোমিটার হেঁটে কাছাকাছি থানায় এসে হাজির হন। বর্তমানে ওই মহিলাকে বিচারবিভাগীয় হেফাজতে রাখা হয়েছে।


পুলিস জানিয়েছে, রাগের মাথায় মত্ত স্বামীকে খুন করার কথা স্বীকার করেছে বারকাটারি। স্বামীর অত্যাচারের হাত থেকে মুক্তি পেতে সে ওই কাজ করেছে বলে জানিয়েছে। এনিয়ে তদন্ত চলছে।