মণিপুরে জঙ্গি হানায় মৃত অন্তত ২০ সেনা জওয়ান
মণিপুরে চান্দেল জেলায় জঙ্গি হানায় প্রাণ হারালেন অন্তত ২০ জন সেনা জওয়ান। আহত হয়েছেন অন্তত ১২।
Updated By: Jun 4, 2015, 04:24 PM IST
![মণিপুরে জঙ্গি হানায় মৃত অন্তত ২০ সেনা জওয়ান মণিপুরে জঙ্গি হানায় মৃত অন্তত ২০ সেনা জওয়ান](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/06/04/38709-364938-indian-army.jpg)
ওয়েব ডেস্ক: মণিপুরে চান্দেল জেলায় জঙ্গি হানায় প্রাণ হারালেন অন্তত ২০ জন সেনা জওয়ান। আহত হয়েছেন অন্তত ১২।
আজ সকাল সাড়ে আটটা নাগাদ মতুল থেকে ইম্ফল যাচ্ছিল ৬ ডোগরা কনভয়। এই সময়ই তাদের উপর অজ্ঞাতপরিচয় জঙ্গিরা হামলা করে। কনভয়ের উপর এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা।
অঞ্চলটি তেংনৌপাল পুলিস স্টেশনের অধীনে।
অপ্রত্যাশিত জঙ্গি হামলার পরে সেনারাও জঙ্গিদের গুলিতেই জবাব দেন। কিন্তু ততক্ষণে জঙ্গি হামলায় ২০ জন জওয়ানের মৃত্যু হয়েছে।
জঙ্গিদের খোঁজে বর্তমানে ওই অঞ্চলে চিরুনি তল্লাসি চলছে।