Vande Bharat Sleeper: দেশজুড়ে দৌড়বে ২০০ বন্দে ভারত স্লিপার, বাংলার পাবে কটা?

Vande Bharat Sleeper: রেলের হিসেব মত ডিসেম্বর পর্য়ন্ত গোটা দেশে ১৩৬টি বন্দে ভারতে ট্রেন চলছে। এগুলি সবই চেয়ার কার। এবার দূরত্ব বাড়িয়ে চালানো হবে স্লিপার ট্রেন

Updated By: Dec 26, 2024, 02:05 PM IST
Vande Bharat Sleeper: দেশজুড়ে দৌড়বে ২০০ বন্দে ভারত স্লিপার, বাংলার পাবে কটা?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশজুড়ে মোট ২০০ বন্দে ভারত স্লিপার ট্রেন চালানোর পরিকল্পনা করেছে ভারতীয় রেল। মাঝারি পাল্লার দূরত্বের জন্য় এই স্লিপার চালাবে রেল। সেই লক্ষ্যই আপাতত ১০টি স্লিপার ট্রেন তৈরি হচ্ছে। এর মধ্য়ে কয়েকটি তৈরিও হয়ে গিয়েছে। সেগুলি ট্রায়ালের জন্য নামানো হবে। এখন প্রশ্ন ওইসব ট্রেনের মধ্য়ে বাংলার ভাগ্যে জুটবে কতগুলি।

আরও পড়ুন-ফের নন্দীগ্রামে পিটিয়ে খুন তৃণমূল কর্মী, দোকানের সামনে মিলল দেহ

ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরি থেকে ইতিমধ্যেই একটি স্লিপার বেরিয়ে গিয়েছে। জানা যাচ্ছে সেই ট্রেনটি রিসার্চ ডিজাইন স্টান্ডার্ড অরগানাইজেন বা আরডিএসও-র তত্বাবধানে ট্রায়াল রানের জন্য দৌড়বে। জানা যাচ্ছে ওই ট্রায়াল রান হবে মধ্যপ্রদেশের খাজুরাহ থেকে। ট্রেনের সহ্য ক্ষমতা, কম্পন মাত্রা ও এর ডায়নামিক পারফরমেন্স দেখার জন্যই এই ট্রায়াল রান করা হয়।

রেল সূত্রে খবর ট্রায়াল রান শেষ হলেই বন্দে ভারত স্লিপারকে ট্র্যাকে নামানো হবে। তবে সেই দিনক্ষণ এখনও জানানো হয়নি।  রেলের হিসেব মত ডিসেম্বর পর্য়ন্ত গোটা দেশে ১৩৬টি বন্দে ভারতে ট্রেন চলছে। এগুলি সবই চেয়ার কার। এবার দূরত্ব বাড়িয়ে চালানো হবে স্লিপার ট্রেন।

মোট ২০০ স্লিপার ট্রেন চালু করার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসাবে বর্তমানে ১০টি স্লিপার ট্রেনের উৎপাদন চলছে। কিন্তু ওইসব ট্রেনের কটি বাংলায় চলবে? সে নিয়ে উত্তর না মিললেও অন্তত একটা ইঙ্গিত পাওয়া গিয়েছে যে, বাংলা বঞ্চিত হবে না। দিল্লি, মুম্বই, দক্ষিণ ভারত সহ একাধিক লাইনে হাওড়া, শিয়ালদা থেকেও বন্দে ভারত স্লিপার ট্রেন ছুটবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.