নিজস্ব প্রতিবেদন: তল্লাসি শুরু হতেই শুরু হয়ে গেল গুলির লড়াই। দক্ষিণ কাশ্মীরের অবন্তিপেরায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম ৬ জঙ্গি। উদ্ধার হয়েছে বিপুল অস্ত্র। জানিয়েছেন কাশ্মীরের আইজি শ্যামপ্রকাশ পাণি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-দীর্ঘতম রাত পেরিয়ে এল মরসুমের শীতলতম দিন


দক্ষিণ কাশ্মীরের অবন্তিপোরার আরামপোরা গ্রামে একদল জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর ছিল নিরাপত্তা বাহিনীর কাছে। সেই খবরের ভিত্তিতে শনিবার সকালে ওই গ্রাম ঘিরে ধরে সেনা। এরপরই শুরু হয় গুলির লড়াই। নিহত জঙ্গিদের মধ্যে রয়েছে হিজবুল নেতা জাকির মুসার এক ঘনিষ্ঠ সহযোগী।



শ্যামপ্রকাশ পাণি বলেন, নিহত জঙ্গিদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। ওইসব জঙ্গি কোন দলের তা খুঁজে বের করার চেষ্টা চলছে। অভিযানের সময়ে সাধারণ মানুষের কোনও সম্পতির ক্ষতি হয়নি।


উল্লেখ্য, গত সপ্তাহে পুলওয়ামায় নিহত হন ৭ সাধারণ নাগরিক। পাশাপাশি নিহত হয় ৩ জঙ্গি ও ওক সেনা।


আরও পড়ুন-ফের শুটআউট বীরভূমে, গুলিবিদ্ধ প্রাক্তন পুরপ্রধানের ছেলে  


প্রসঙ্গত, গত মাসে পঞ্জাব পুলিস দাবি করে সেরাজ্যে ঢুকে পড়েছে জাকির মুসা। শিখদের মতো পোশাক পরে সে বিভিন্ন জায়গায় আত্মগোপন করে রয়েছে। এনিয়ে রাজ্যের একাধিক জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়।