সাবধান! সকাল ৭টায় একদম বাড়ি থেকে বেরোবেন না
ভোরের আলো ফুটলেই বাড়ি থেকে বেড়িয়ে পড়া, তারপর মর্নিং ওয়াক করে ফিরতে ফিরতে ৭টা বেজেই যায়। তখনও রোদের আঁচটা তেমন চড়া হয় না তাই আপনি বেশ নিশ্চিন্তেই বাড়ি ফিরে আসেন। কিন্তু জানেন কী সকাল ৭টার বাতাস আপনার জন্য কতটা ক্ষতিকারক?
![সাবধান! সকাল ৭টায় একদম বাড়ি থেকে বেরোবেন না সাবধান! সকাল ৭টায় একদম বাড়ি থেকে বেরোবেন না](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/04/22/53968-08pollution.jpg)
ওয়েব ডেস্ক: ভোরের আলো ফুটলেই বাড়ি থেকে বেড়িয়ে পড়া, তারপর মর্নিং ওয়াক করে ফিরতে ফিরতে ৭টা বেজেই যায়। তখনও রোদের আঁচটা তেমন চড়া হয় না তাই আপনি বেশ নিশ্চিন্তেই বাড়ি ফিরে আসেন। কিন্তু জানেন কী সকাল ৭টার বাতাস আপনার জন্য কতটা ক্ষতিকারক?
১৫ মার্চ থেকে ১৫ এপ্রিল। একমাস ধরে নজরে রাখা হয়েছিল ভারতের সব বড় শহরের বাতাস। এক মাস পরে যে ফল পাওয়া গেছে তা শুনলে চমকে উঠবেন। সারাদিনের মধ্যে সকাল ৭টায় ভারতের বড় শহরের বাতাস থাকে সবথেকে দূষিত। দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই, মুম্বই আপনি যদি এই সব শহরগুলিতে থাকেন তবে অবশ্যই সকালের দিকে বাড়ির বাইরে যাওয়া এড়িয়ে চলুন।