কুরুচি প্রচারে মোদীকে কখনও আরএসএস-এর গুন্ডা, কখনও কুকুর বলে আক্রমণ

নরেন্দ্র মোদীকে কুরুচিকর ভাষায় আক্রমণ করলেন সমাজবাদী পার্টি নেতা আজম খান। উত্তরপ্রদেশের রামপুরে সমাজবাদী পার্টির এক কর্মিসভায় মোদীর বিরুদ্ধে আপত্তিকর প্রয়োগ করেন আজম খান। ২০০২-এর গুজরাত দাঙ্গার জন্য মোদীকে দায়ী করেন তিনি। মোদীর বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগও তুলেছেন।

Updated By: Apr 2, 2014, 03:24 PM IST

নরেন্দ্র মোদীকে কুরুচিকর ভাষায় আক্রমণ করলেন সমাজবাদী পার্টি নেতা আজম খান। উত্তরপ্রদেশের রামপুরে সমাজবাদী পার্টির এক কর্মিসভায় মোদীর বিরুদ্ধে আপত্তিকর প্রয়োগ করেন আজম খান। ২০০২-এর গুজরাত দাঙ্গার জন্য মোদীকে দায়ী করেন তিনি। মোদীর বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগও তুলেছেন।

আজম খান বলেছেন, মোদীর মতো মানবতার হত্যাকারী এক ব্যক্তি কখনও প্রধানমন্ত্রী হতে পারবেন না। কিন্তু, আজম খান যে ভাষায় মোদীকে আক্রমণ করেছেন তা নিয়েই বিতর্ক ছড়িয়েছে বেশি। বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী মোদীকে কুকুরের সঙ্গে তুলনা করেন তিনি৷

অন্যদিকে, ভোটের আগে `হেট স্পিচ`-এর তালিকায় নয়া সংযোজন। এ বার বক্তা হলেন কংগ্রেস নেতা তথা কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী বেণীপ্রসাদ বর্মা। ৭১ বছরের এই কংগ্রেস শীর্ষস্থানীয় বর্ষীয়ান নেতা বললেন, নরেন্দ্র মোদী আসলে আরএসএস-এর পোষা গুন্ডা। সঙ্গে বেণীপ্রসাদ বলছেন, বিজেপি সভাপতি রাজনাথ সিং হলেন আসলে নরেন্দ্র মোদীর ক্রীতদাস।

এরপর মোদীর বিরুদ্ধে আক্রমণের সুর চড়িয়ে এই কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, আরএসএস আর বিজেপির জন্যই মহাত্মা গান্ধীকে খুন হতে হয়েছে।

জসবন্ত সিংয়ের বহিষ্কার প্রসঙ্গে বেণীপ্রসাদ বলছেন, আসলে বিজেপি এখন সম্পূর্ণভাবে মোদীর কাছে বিক্রি হয়ে গিয়েছে। তাই অভিজ্ঞ, বর্ষীয়ান নেতাদের এভাবে অপমান করা হচ্ছে। সঙ্গে বলেন, কংগ্রেস কখন তাদের বর্ষীয়ান নেতাদের এভাবে অপমান করে না।

বিজেপিকে ফ্যাসিস্ট শক্তি বলেও কটাক্ষ করেন তিনি। বিজেপিকে দেশ সহ্য করবে না বলেও জানান উত্তরপ্রদেশের এই সাংসদ। নির্বাচনী বিধিভঙ্গের দায়ে বেণীপ্রসাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

.