মাতৃহারা বাবুল, কোভিড পার করেও শেষরক্ষা হল না

করোনা পজিটিভ হওয়ায় তিন সপ্তাহ ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন বাবুল সুপ্রিয়র মা।

Updated By: Dec 9, 2020, 11:29 PM IST
মাতৃহারা বাবুল, কোভিড পার করেও শেষরক্ষা হল না
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: মাকে হারালেন আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। বুধবার গুরগাঁয়ের এক হাসপাতালে মৃত্যু হয় বাবুলের মা সুমিত্রা বড়ালের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

আরও পড়ুন -সরকারের প্রস্তাব খারিজ; জাতীয় সড়ক অবরোধ, দেশজুড়ে ধরনার হুঁশিয়ারি কৃষকদের

করোনা পজিটিভ হওয়ায় তিন সপ্তাহ ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন বাবুল সুপ্রিয়র মা। সাত দিন আগেই সুমিত্রা বড়ালের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। হাসপাতাল সূত্রে খবর, একাধিক অঙ্গ বিকল হওয়ায় বুধবার রাত দশটা নাগাদ বাবুল সুপ্রিয়র মায়ের মৃত্যু হয়েছে।

বাবুলের বাবাও করোনা পজিটিভ হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কয়েকদিন আগেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি। যদিও বাবুলের মা হাসপাতালেই ভর্তি ছিলেন।

আরও পড়ুন- হিন্দু মন্দির গড়তে নিজের ৮০ লাখের জমি দান করলেন এক মুসলিম ব্যবসায়ী

.