Bangalore Tenant: ঘরভাড়ার জন্যও দিতে হয় কঠিন ইন্টারভিউ! আসল ঘটনা জানলে অবাক হবেন...
বাড়িভাড়া পাওয়ার ইন্টারভিউ যে গুগলের ইন্টারভিউয়ের চেয়েও কঠিন তা ধারণা করতে পারেননি এই ব্য়ক্তি। কী হয়েছিল তাঁর সঙ্গে? জানুন...
শতরূপা কর্মকার: কর্মসূত্রে প্রবাসী হওয়া বেশ ঝক্কির। নতুন জায়গায় শুধু তো পৌঁছে গেলেই হয় না, থাকার জায়গাও খুঁজতে হয়। আবার ভাড়া বাড়ি খোঁজা খুব একটা সহজ কাজও নয়। বাড়িওয়ালাদের প্রশ্নের মুখে পড়ে জেরবারও হতে হয় অনেক সময়। আবার সেই শহর যদি হয় ভারতের সিলিকন ভ্যালি তবে সেখানে চাকরি মিললেও, ঘর না-ও মিলতে পারে।
সম্প্রতি এমনই এক ঘটনার মুখোমুখি হয়েছেন বেঙ্গালুরুতে কর্মসূত্রে আসা এক ব্যক্তি। বেঙ্গালুরুতে ঘর পাওয়ার জন্য় অনেকগুলি ধাপ অতিক্রম করতে হয়। তার মধ্যে একটি হল বাড়িওয়ালার কাছে ইন্টারভিউ দেওয়া। বেঙ্গালুরুতে প্রবাসী যে কোনও ব্যক্তির কাছেই এটি দুঃস্বপ্নের মতো। প্রতি বছরই প্রায় ঘুরে-ঘুরে আসে।
আরও পড়ুন: DA Hike: চাপ বাড়াল রাজ্য সরকারের, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়ল ৪ শতাংশ
তবে এই ইন্টারভিউ যে গুগলের চাকরির ইন্টারভিউয়ের চেয়েও কঠিন হতে পারে, তা ধারণাই করতে পারেননি রিপু দামান ভাদোরিয়া। গুগলে চাকরি পেয়ে তিনি সদ্য় পা রেখেছেন বেঙ্গালুরুতে। ....-এ পোস্ট করে এই কথা জানান তিনি। ওই পোস্টে তিনি বলেন, বাড়িভাড়া পাওয়ার ইন্টারভিউ পাস করতে তাঁকে বেশ কয়েকবার চেষ্টা করতে হয়েছে। রীতিমতো প্রস্তুতি নিতেও হয়েছিল বলে জানান তিনি।
বাড়িভাড়ার ইন্টারভিউয়ের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, ফেল করার পর প্রতি বার তিনি বাড়িওয়ালাদের কাছে তাঁর ইন্টারভিউ কেমন হয়েছে সেই বিষয়ে ফিডব্যাক চেয়েছিলেন। সেই প্রশ্নের উত্তরে বাড়িওয়ালা বলেন, তিনি যেহেতু গুগলে চাকরি করেন তাই তিনি নিজের জন্য তো একটি বাড়িই কিনে নিতে পারেন, শুধু শুধু ভাড়াঘর খুঁজে সময় নষ্ট করছেন কেন? এটাই তাঁর খামতি।
আরও পড়ুন: Agra Murder: পোষ্য টিয়ার সাক্ষ্যে ৯ বছর পর যাবজ্জীবন খুনি ভাইপোর
গুগলে চাকরি করলে যে এতটা অসুবিধার মুখে পড়তে হতে পারে, তা নিয়ে কোনও ধারণা ছিল না রিপু দামান ভাদোরিয়ার। যদিও পরে তিনি মজা করে বলেন, বেশ কয়েকবার ব্যর্থ হওয়ার পরে অবশেষে তিনি এইরকম একটি ইন্টারভিউতে সফল হয়েছিলেন। তাই কেউ যদি বেঙ্গালুরুতে বাড়িভাড়ার ইন্টারভিউয়ের প্রস্তুতি নিতে চান, তা হলে সেই ঘর-প্রত্যাশী ব্যক্তিটি যেন তাঁর (ভাদোরিয়ার) সঙ্গে যোগাযোগ করে নেন বলেও জানান রিপু দামান।