ওয়েব ডেস্ক: পুলিসি অভিযানে উত্তর প্রদেশের কানপুরে উদ্ধার হল টাকার বিছানা। শেষ খবর পাওয়া পর্যন্ত ৯৭ কোটি টাকা গুণতে পেরেছে পুলিশ। অনুমান ১০০ কোটির বেশি বাতিল নোট বিছানার মতো সাজানো ছিল ওই ঘরে।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুলিশ জানিয়েছে, দিনকয়েক আগে অশোক ক্ষেত্রি নামে এক ব্যক্তির বাড়িতে প্রচুর বাতিল নোট মজুত রয়েছে বলে খবর আসে। সেই খবরের ভিত্তিতে বুধবার তল্লাশি চালায় পুলিশ। ওই ঘরে ঢুকে তো চোখ ছানাবড়া হয়ে যায় পুলিশ আধিকারিকদেরও। মাটির ওপর পলিথিন পেতে থাকে থাকে বিছানার মতো করে সাজানো নোট। 


আরও পড়ুন - রাজ্যে ২০ লক্ষ কর্মসংস্থান হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর


মোট চার থাকে সাজানো নোটগুলি সবই বাতিল ৫০০ ও ১০০০-এর। ২০১৬ সালের নভেম্বরে এই নোট বাতিল ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত অশোক ক্ষেত্রি মুদ্রা বদলের কারবার করতেন।


বিপুল পরিমাণ বাতিল নোটের খোঁজ মেলায়, আয়কর বিভাগ ও রিজার্ভ ব্যাঙ্ককে খবর দেয় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট দফতর। কোথা থেকে এই টাকা অভিযুক্ত পেয়েছিলেন। কেনই বা এতদিন জমিয়ে রেখেছিলেন সেই টাকা, জানতে অভিযুক্ত ও তাঁর সঙ্গে সংযুক্ত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শুরু করেছেন গোয়েন্দারা।