নিজস্ব প্রতিবেদন:  যমুনা কর্তৃপক্ষ ২৩ নভেম্বর, মঙ্গলবার থেকে ফিল্ম সিটি তৈরির বিড খোলার জন্য প্রস্তুত। যমুনার সিইও (CEO) ডঃ অরুণ বীর সিং (Dr Arun Veer Singh) জানিয়েছেন, উত্তর প্রদেশে ১০,০০০ কোটি টাকার ফিল্ম সিটি তৈরির জন্য ২৩ নভেম্বর বিড খোলা হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: School Schedule: স্কুলে কোন ক্লাস কোন দিন, নয়া বিজ্ঞপ্তি জারি মধ্যশিক্ষা পর্ষদের


আগামী ৮ ডিসেম্বর প্রি-বিড করা হবে বলেও জানান তিনি। ফিল্ম সিটি ১০০০ একর জমির উপর নির্মিত হবে, যার মধ্যে ৭৪০ একর জমিতে ফিল্মিং কার্যক্রম এবং ৪০ একর জমিতে ফিল্ম শিক্ষা প্রতিষ্ঠান থাকবে।


আরও পড়ুন: Jagdeep Dhankhar: বিস্তারিত তথ্য চাই, হাওড়া পুর-বিল নিয়ে রাজ্যের সঙ্গে সংঘাতে রাজ্যপাল


সামগ্রিকভাবে, ১০০ একর জমি আতিথেয়তা এবং বাণিজ্যিক কার্যক্রমের জন্য থাকবে। বিনোদন পার্ক নির্মাণে আরও ১২০ একর জমি ব্যবহার করা হবে। তিন ধাপে এই ফিল্ম সিটি নির্মাণের পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। সিংয়ের (Dr Arun Veer Singh) মতে, প্রথম ধাপটি ২০২২ সালে শুরু হবে। কর্তৃপক্ষ জানিয়েছে তারা ২০২৯ সালের মধ্যে ফিল্ম সিটি প্রকল্পটি সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)