বিহারে ফ্রি-তে করোনা টিকা দেওয়ার কথা ঘোষণায় আচরণবিধি ভঙ্গ হয়নি, জানাল নির্বাচন কমিশন
এনিয়ে বিরোধীরা অভিযোগ তোলে, কেন্দ্রের ক্ষমতা কাজে লাগিয়ে করোনার মতো অতিমারীকেও ভোটের কাজ লাগাচ্ছে বিজেপি
নিজস্ব প্রতিবেদন: বিহার বিধানসভা নির্বাচনে সংকল্পপত্র প্রকাশ করে দেশজুড়ে বিতর্কের সূত্রপাত করেছিল বিজেপি। ওই ইস্তেহার প্রকাশ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেন, আইসিএমআর ছাড়পত্র দিলেই বিহারে করোনা ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে।
আরও পড়ুন-শৈলশহরে তাপমাত্রা কমলেও ঊর্ধ্বমুখী রাজনৈতিক উত্তাপ
বিজেপির ওই ঘোষণার পরই এনিয়ে সরব হয় বিরোধী দলগুলি। পাশাপাশি এনিয়ে আরটিআই করেন সমাজকর্মী সাকেত গোখলে। তাঁর দাবি ছিলে এভাবে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করে নির্বাচনী আচরণবিধি ভেঙেছে বিজেপি। কেন্দ্র তার ক্ষমতা কাজে লাগিয়ে এরকম ঘোষণা করেছে। এনিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে, বিজেপির ওই ঘোষণায় নির্বাচনের মডেল কোড অব কনডাক্ট ভঙ্গ হয়নি।
আরও পড়ুন-দীপাবলির মুখে ঋণগ্রহীতাদের জন্য সুখবর
এনিয়ে বিরোধীরা অভিযোগ তোলে, কেন্দ্রের ক্ষমতা কাজে লাগিয়ে করোনার মতো অতিমারীকেও ভোটের কাজ লাগাচ্ছে বিজেপি। রাহুল গান্ধী দাবি করেন, তাহলে কেন্দ্র বলুক অন্যান্য রাজ্যগুলি কখন ভ্যাকসিন পাবে! অন্যদিকে, বিজেপির সাফাই ছিল, ক্ষমতায় এসে বিজেপি-জেডিইউ সরকার ভ্যাকসিন কিনে বিনা পয়সায় মানুষকে দেবে।