পিছিয়ে থেকেও হাসানপুর আসনে জয়ী লালুর বড়ছেলে তেজপ্রতাপ

শেষ খবর পাওয়া পর্যন্ত ১০৩ আসনের ফল ঘোষণা হয়েছে। এনডিএ পেয়েছে ৫৪ আসন, মহাজোট শিবিরে গিয়েছে ৪৪ আসন

Updated By: Nov 10, 2020, 09:57 PM IST
পিছিয়ে থেকেও হাসানপুর আসনে জয়ী লালুর বড়ছেলে তেজপ্রতাপ

নিজস্ব প্রতিবেদন: বিরোধীদের দাবি, হারের ভয়েই পুরনো আসন ছেড়ে হাসানপুর থেকে ভোটে দাঁড়িয়েছিলেন লালু-পুত্র তেজপ্রতাপ যাদব। তবে পিছিয়ে থেকেও শেষপর্যন্ত ওই আসন থেকে জয়ী হলেন লালুর বড় ছেলে।

আরও পড়ুন-হাড্ডাহাড্ডি লড়াইয়ে এনডিএ-মহাজোট, দেখে নিন এখনও পর্যন্ত কোন আসনে জিতল কে

ভোটগণনা শুরু হওয়ার পর প্রথম রাউন্ডের শেষে জেডিইউ প্রার্থী রাজ কুমার রাইয়ের থেকে পিছিয়ে পড়েন তেজপ্রতাপ। পরে ঘুরে দাঁড়ান দিন গড়াতেই। রাজকুমারকে তিনি শেষপর্যন্ত হারান ২১,১৩৯ ভোটের ব্যবধানে। 

উল্লেখ্য, তেজপ্রতাপ গত বিধানসভা নির্বাচনে লড়াই করেছিলেন মহুয়া আসন থেকে। ওই আসন থেকে লড়ার কথা ছিল তার প্রাক্তন স্ত্রী ঐষর্য রাইয়ের। জল্পনা শুরু হতেই তেজপ্রতাপ চলে যান হাসানপুর আসনে।

আরও পড়ুন-২৬ আসনে ব্যবধান হাজারের কম, IPL ফাইনালের মাঝে বিহারের থ্রিলার সুপারওভারে

এদিকে, এখনও পর্যন্ত বিহার বিধানসভা নির্বাচনের গণনায় দড়ি টানাটানি চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১০৩ আসনের ফল ঘোষণা হয়েছে। এনডিএ পেয়েছে ৫৪ আসন, মহাজোট শিবিরে গিয়েছে ৪৪ আসন।

 ২২ আসনে এগিয়ে রয়েছে এনডিএ। ১১৪ আসনে এগিয়ে মহাজোট। মিম জিতেছে ৩ আসনে, বিএসপি ও নির্দল জিতেছে ১টি করে আসনে।

.